Narrow selection

​​​​​​​ইলমুছ ছরফ কাকে বলে? - Ilmus Sorf Kake Bole


03:11:26 12/10/2023

ইলমুছ ছরফ কাকে বলে?

সংজ্ঞাঃ صرف, শব্দের আভিধানিক অর্থ- ঘোরানো, ফিরানো, রূপান্তর করা, ব্যয় করা ইত্যাদি।

পরিভাষায় ইলমুছ ছরফ বলা হয়-

علمُ يُبْحَثُ فِيهِ عَنْ صَبَغَ الْكَلِمَاتِ العَرَبِيَّةِ وَأَحْوَالِهَا مِن حيث الوَزْنِ

“যে ইলমের মধ্যে আরবী কালিমাসমূহের গঠন ও রূপান্তর নিয়ে আলোচনা করা হয়, তাকে ইলমুছ ছরফ বলে।

উদ্দেশ্যঃ আরবী শব্দসমূহকে সহী-শুদ্ধরূপে লিখতে, পড়তে ও বলতে সক্ষম হওয়াই ইলমুছ্ ছরফের উদ্দেশ্য।

আলোচ্য বিষয়ঃ আরবী শব্দাবলী।

ইলমুছ ছরফ এর পাঠ্যকিতাবঃ

ফুলে আকবারী  ইলমুছ ছীগাহ মুনশাইব।

ইলমুন নাহব

ইলমুছ ছরফ  পাড়োগঞ্জ মীযান

সংজ্ঞাঃ نحو শব্দের আভিধানিক অর্থ- পদ্ধতি, উপমা, ইচ্ছা করা ইত্যাদি।

পরিভাষায় ইলমে নাহব বলা হয়,

هُوَ عِلم بِأَصُولِ يُعرفُ بِهَا أَحْوَالُ أَوَاخِرِ العَلِيمِ الثَّلْثِ مِن حيث الإعراب والبناء وَكَيْفِيَّةُ تركيب بَعْضِهَا مَعَ بَعْضٍ .

অর্থাৎ ইলমে নাহ্ব এমন কতিপয় নিয়ম-নীতি জানার নাম, যার মাধ্যমে মু'রাব-মবনী হওয়া হিসেবে আরবী শব্দের শেষ অক্ষরের অবস্থা এবং বাক্য গঠনের পদ্ধতি জানা যায় ।

উদ্দেশ্যঃ ইলমে নাহব এর উদ্দেশ্য হচ্ছে, বক্তাকে আরবী ভাষা ব্যবহারের ক্ষেত্রে ভুলত্রুটি থেকে মুক্ত রাখা।

আলোচ্য বিষয়ঃ l (পদ) এবং ১৬ (বাক্য)। ইলমুন নাহব এর পাঠ্যকিতাবঃ ০

হেদায়াতুন নাহব নাহবে মীর

শরহে জামী ও কাফিয়াহ

মিয়াতে আমেল ও শরহে মিয়াতে আমেল।

 

● হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন

 


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color