Narrow selection

বক্তব্যের সময় যা লক্ষ্য রাখতে হবে - Important of lecture


15:20:24 12/09/2023

বক্তব্যের সময় যা লক্ষ্য রাখতে হবে

সময়ের প্রতি দৃষ্টি : বক্তৃতা করতে উঠলেই অনেকেরই সময়ের প্রতি লক্ষ্য থাকে না। এমনটি করা যাবে না। এতে প্রতিযোগিতামূলক বক্তৃতা অনুষ্ঠান হলে নম্বর কাটা যেতে পারে। তাই আপনি আপনার জন্য নির্ধারিত সময়ে বিষয়বস্তু ঠিক রেখে বক্তৃতা সাজিয়ে গুছিয়ে শেষ করতে হবে। এ জন্য মনে রাখতে হবে- ১. বক্তৃতা নিজ আয়ত্বের মধ্যে রাখতে হবে।

২. বক্তৃতার প্রত্যেকটি অংশের জন্য নির্ধারিত সময়টুকুই কাজে লাগাতে হবে।

৩. নির্ধারিত সময়ের বেশী বক্তব্য দেয়াকে অন্যায় মনে করতে হবে। ৪. অতিরিক্ত সময় নিয়ে অন্যদের বিরক্তির কারণ হওয়া যাবে না। শ্রোতাদের শোনার আগ্রহ শেষ করে দেয়া যাবে না।

৫. সময় নিয়ন্ত্রণ থাকলে শ্রোতারা পুনঃ পুনঃ আপনার বক্তৃতা শোনার আগ্রহ প্রকাশ করবে।

বর্জনীয় কিছু জিনিস

১. অতিরিক্ত ভাবগম্ভীর, ভ্যাবাচেকা কিংবা এলোমেলোভাবে মঞ্চে উঠা। ২. দৃষ্টিকটু অঙ্গভঙ্গি প্রদর্শন।

৩. বাঁকা হয়ে দাঁড়ানো ।

৪. প্রয়োজনের তুলনায় নিম্ন স্বরে বা উচ্চ স্বরে বক্তৃতা করা ।

৫. প্রতিপক্ষকে গালমন্দ করা, কটাক্ষ করা।

৬. নেতিবাচক বক্তৃতা করা।

৭. আঞ্চলিকতা, অশুদ্ধ ভাষা, কঠিন ভাষা ব্যবহার করা। 

৮. জড়তা, উত্তেজনা, বিষণ্ণতা।

৯. একই কথা বারবার বলা।

১০. আমি প্রস্তুতি নেয়ার সময় পাইনি, আমাকে বক্তৃতার কথা আগে জানানো হয়নি, আমার কিছু জানা নেই- এ জাতীয় কথা বলা ।

১১. নির্ধারিত সময়ের প্রতি ভ্রুক্ষেপ না করা।

১২. মিথ্যা ওয়াদা করা ।

১৩. ভিত্তিহীন কথা বলা ।

১৪. অবান্তর ও ছন্দবিহীন কথা বলা।

১৫. দুর্লভ ও দুর্বোধ্য শব্দ ব্যবহার করা।

 

● হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color