ইসলামে স্রষ্টার ধারণা - Islame Srostar Dharona
03:14:37 12/10/2023
ইসলামে স্রষ্টার ধারণা
ইসলামে স্রষ্টার ধারণা : ইসলামে স্রষ্টার স্বরূপ সম্পর্কে কেউ আপনাকে সর্বোত্তম উত্তর দিতে হলে আল-কুরআনের সূরা ইখলাসকে বর্ণিত আছে-
قل هو الله احد الله الصَّمَدُ : لَم بلد ولم يولد . ولم يكن له كفواً احد -
অর্থাৎ, 'বলুন, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই।” সূরা ইখলাস : আয়াত-১-৪
আল্লাহ তায়ালার ৯৯ টি গুণবাচক নাম রয়েছে। এই নামের মধ্য থেকে যেকোন নামেই তাকে ডাকা যাবে। যেমন- আর রহমান, আর রহিম, আল কারীম ইত্যাদি। কুরআন ও হাদিসে উল্লেখিত নাম ব্যতীত অন্য কোন নামে ডাকা যাবে না। যেমন আল্লাহকে ঈশ্বর, বা গড ইত্যাদি এ ধরনের কোন নাম বলে ডাকা যাবে না। কারণ এই নামগুলো কোরআন হাদীসে কোথাও নেই।
وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ فَادْعُوهُ بِهَا ۖ وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ ۚ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ
অনুবাদঃ আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম। কাজেই সে নাম ধরেই তাঁকে ডাক। আর তাদেরকে বর্জন কর, যারা তাঁর নামের ব্যাপারে বাঁকা পথে চলে। তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে।
সুতরাং আমরা আল্লাহ তায়ালার সিফাতি নাম ব্যবহার করতে পারি এবং সে নামে ডাকতে পারি। কোন বিধর্মীদের উচ্চারিত নাম বা তারা যে নামে ডাকে সে নামে ডাকবো না। ”আল্লাহ” অথবা আল্লাহ তাআলার গুণবাচক নাম ডাকবো।