Narrow selection

খাদীজা রা. এর সঙ্গে বিবাহ - Khadija Ra. Marriage with


00:49:37 12/14/2023

খাদীজা রা. এর সঙ্গে বিবাহ

রাসূলে আকরাম সারাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বয়স যখন পঁচিশ বছর হলো তখন তিনি খাদীজা বিনতে খুওয়াইলিদ রা. কে বিবাহ করলেন। খাদীজা রা. ছিলেন শারাফাত, রূপ-গুণ, বিবেক-বুদ্ধি, চরিত্র-মাধুর্য, ধন-সম্পদ ইত্যাদি দিক দিয়ে কুরাইশের একজন উল্লেখযোগ্য নারী। খাদীজা রা. ছিলেন। বিধবা। ইতঃপূর্বে আবু হালার সঙ্গে তার বিবাহ হয়েছিল। আবু হালার মৃত্যুর পর তিনি রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন খাদীজা রা. এর বয়স ছিল চল্লিশ বছর। আর রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বয়স ছিল পঁচিশ বছর।

খাদীজা রা. ছিলেন একজন ধনবর্তী নারী। তিনি তার ব্যবসার কাজে বিভিন্ন লোক পারিশ্রমিকের বিনিময়ে নিয়োগ দিতেন এবং তাদের মাধ্যমেই ব্যবসার কাজ চালাতেন। এভাবে একদিন তিনি রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সততা, চরিত্র-মাধুর্য, পরোপকার ইত্যাদি গুণের কথা শুনতে পান। অতঃপর তাকে নিজের ব্যবসার মাল দিয়ে সিরিয়া পাঠান। এই সফরে তিনি তাকে আরও উত্তম ও শ্রেষ্ঠ হিসেবে আবিষ্কার করেন। অতঃপর নিজেই আগে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে বিবাহের প্রস্তাব পেশ করেন। 

অথচ কুরাইশের বহু ধনকুবের আর সম্ভ্রান্ত লোকের শাদীর প্রস্তাব খাদীজা রা. অকপটে ফিরিয়ে দিয়েছিলেন। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চাচা হামযা রা. তাঁর কাছে খাদীজার প্রস্তাব পেশ করেন। তিনি সানন্দে খাদীজার প্রস্তাব কবুল করেন। বিবাহের খুতবা পড়েছিলেন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চাচা আবু তালিব। এভাবেই নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও খাদীজা রা. এর পৃথিবীর ইতিহাসের সর্বাপেক্ষা মুবারক বিবাহ সুসম্পন্ন হয়েছিল।

এটাই ছিল নবী জীবনের সর্বপ্রথম আর সবচেয়ে মুবারক বিবাহ। ইবারাহীম রা. ব্যতীত নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সকল সন্তানই ছিলেন খাদীজা রা. এর গর্ভের ।

 

● হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন

 


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color