কবিরা গুনাহ তালিকা - Kobira Gunaher Talika
03:08:21 12/10/2023
কবিরা গুনাহ তালিকা : হাদীস শরীফে যে সব কবীরা গুনাহের কথা উল্লেখ রয়েছে সেগুলো নিম্নরূপ :
১. শিরক করা
২. মাতা-পিতার অবাধ্য হওয়া
৩. হত্যা করা
৪. মিথ্যা শপথ করা
৫. মিথ্যা সাক্ষ্য দেয়া
৬. নির্দোষ রমণীকে ব্যভিচারের অপবাদ দেয়া
৭. ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা
৮. সুদ খাওয়া,
৯. কাফিরদের বিরুদ্ধে জিহাদকালে পলায়ন করা,
১০. যাদু-টোনা করা,
১১. সন্তান হত্যা করা যেমনটি কাফিররা করতো,
১২. ব্যাভিচার করা, বিশেষতঃ প্রতিবেশীর স্ত্রীর সাথে। এটা জঘন্যতম অপরাধ,
১৩. চুরি করা,
১৪. ছিনতাই বা ডাকাতি করা। কেননা, এটা আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার নামান্তর,
১৫. ন্যায় পরায়ন বাদশাহর বিরুদ্ধে বিদ্রোহ করা।
হাদীস শরীফে এসেছে, প্রতিবেশী রমণীর সাথে যিনা করা অন্যের সাথে দশবার যিনা করা অপেক্ষা জঘন্য। অপর এক হাদীস শরীফে আরো উল্লেখ আছে যে, কবীরা গুনাহের মধ্যে সবচেয়ে মারাত্মক গুনাহ হল- স্বীয় পিতা-মাতাকে গালি দেয়া। সাহাবায়ে কিরাম (রাঃ) জিজ্ঞেস করলেন- মানুষ পিতা-মাতাকে গালি দেয় কিরূপে? নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন যখন অন্যজনের পিতা-মাতাকে গালি দেয় তখন সেও এ ব্যক্তির পিতা-মাতাকে গালি দেয়।
● হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন