মাকামাতুল হারীরীয়্যাহ এর মুছান্নিফ - Makamate Hariri
03:18:37 12/10/2023
মাকামাতুল হারীরীয়্যাহ এর মুছান্নিফ : আল্লামা কাছেম ইবনে আলী হারীরী রহ.
জন্ম ও বংশঃ মাকামাতে হারীরী প্রণেতার নাম কাসেম। পদবী আৰু মুহাম্মদ। পিতার নাম আলী। দাদার নাম মুহাম্মদ ও পরদাদার নাম উসমান। হারীর অর্থ রেশম। তিনি রেশম তৈরি করতেন এবং বিক্রয় করতেন, এজন্য তাঁকে হারীরী বলা হয়। তিনি বসরা শহরের নিকটবর্তী মশান নামক গ্রামে ৪৪৬ হিজরীতে জন্মগ্রহণ করেন।
শিক্ষাজীবন :
আল্লামা হারীরী জন্মগতভাবেই জ্ঞানার্জন ও সাহিত্য চর্চার প্রতি আকৃষ্টি ছিলেন। তাই তিনি তাঁর অপছন্দনীয় রেশমের ব্যবসা ছেড়ে দিয়ে আলেম-উলামা ও জ্ঞানী-গুণীদের মজলিসে বসার সৌভাগ্য অর্জন করাকে স্বীয় শিক্ষা জীবনের লক্ষ্যবস্তু নির্ধারণ করেন এবং একেই তিনি নিজের জন্য আবে হায়াত মনে করেন। তিনি আলেমদের মজলিসে আসা-যাওয়া ও সাহিত্য চর্চায় যথেষ্ট চেষ্টা-সাধনা করতেন। তিনি ইলমে আদব আবুল কাসেম ফযল ইবনে মুহাম্মদ কাযবীনীর নিকট অধ্যায়ন করেন ও ইলমে হাদীস আৰু তাম্মাম মুহাম্মদ ইবনে হুসাইন প্রমুখের নিকট শিক্ষা লাভ করেন।
সাহিত্য চর্চাঃ মাকামাতে হারীরী অধ্যয়ন করলে সহজেই অনুমান করা যায় যে, তিনি অভিধান ও নাহব শাস্ত্রে প্রচুর পড়াশুনা ও অনুশীলন করেছিলেন। যার ফলে তিনি অল্পদিনেই বৈষয়িক জ্ঞান ছাড়াও সমসাময়িকদের মাঝে বিশেষ লাভ করেন । আর তিনি যেহেতু আরবের ঘটনাবলী, কাব্য রচনা ও আরবী ভাষার বাগধারা, বর্ণনাভঙ্গী এবং রচনাশৈলী সম্পর্কে আগাধ জ্ঞান রাখতেন, তাই ঘরে ঘরে তাঁর সাহিত্যের আলোচনা শুরু হয়। ক্রমেই সকলের মাঝে বিশেষভাবে তিনি পরিচিত হয়ে উঠেন।
মৃত্যুঃ তিনি ৬ই রজব ৫১৫ হিজরী মতান্তরে ৫১৬ হিজরীতে বসরা শহরের অন্তর্গত বনী হারাম মহল্লায় ইন্তেকাল করেন।
রচনাবলীঃ আল্লামা হারীরী বিভিন্ন বিষয়ে বেশ কয়েকটি কিতাব লিখেছেন, যা অর্থ ও বর্ণনাভঙ্গীরর বিশেষ বৈচিত্রের কারণে সর্বকালে সকল মহলে সমাদৃত। যেমন, ও দিওয়ানে হারীরী ও তাওযীহুল বয়ান ।সালায়ে সীনিয়া । রিসালায়ে শীনিয়া । মাকামাতে হারীরী -এটিই তাঁর রচনাবলীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গৌরবময় কিতাব, এতে তিনি আরবীর অফুরন্ত রত্নভাণ্ডারের মণিমুক্তাসমূহকে অতি সুন্দরভাবে সাজিয়েছেন। সাহিত্য জগতে এর সুনাম ও সুখ্যাতি আকশ ছোঁয়া।
মাকামাতে হারীরীর শিক্ষা ও খেদমত
মাকামাতে হারীরী উচ্চাঙ্গের সাহিত্য ও নানাবিধ বৈশিষ্ট্য সম্বলিত হওয়ার কারণে যুগে যুগে কবি-সাহিত্যিকগণ এ থেকে উপকৃত হয়েছেন। আরবী, ফারসী, তুর্কী, ইবরানী, ফ্রান্স, জার্মানী, ইংরেজী, ল্যাটিনী ও উর্দূ ইত্যাদি বিভিন্ন ভাষায় তাঁর হাশিয়া ও শরাহ লেখা হয়েছে।
মাকামাতের কয়েকটি শরাহ ও শরহে মাকামাত - আবু সাঈদ মুহাম্মদ ইবনে আলী ইফাদাত শরহে মাকামাত মৌলভী জহুরদ্দীন ও ইফাদাত শরহে মাকামাত -মাওলানা ইফতেখার আলী ও আল কুনুল ইয়াযিয়া শরহে মাকামাতে হারীরীয়্যাহ -মাওলানা মুহাম্মদ আলী রহ. হাটহাজারী।
●হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন