Narrow selection

বদর যুদ্ধে নবীজির মোনাজাত - Nabi's prayer in the battle of Badr


03:37:53 12/10/2023

বদর যুদ্ধে নবীজির মোনাজাত : সেনাবিন্যাস পর্ব শেষ হলে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের তাঁবুতে এসে দাখিল হলেন। তাঁর সঙ্গে ছিলেন জীবন সফরের একান্ত সহচর আবু বকর সিদ্দীক রা.। তাঁবুতে দাখিল হয়েই তিনি আল্লাহর কুদরতি পায়ে পড়ে গেলেন। কায়মনোবাক্যে তাঁর কাছে মনের আকুতি পেশ করতে লাগলেন। দুআ আর মুনাজাতের মধ্যে তিনি বিভোর হয়ে গেলেন।

কারণ তিনি জানতেন, যদি মুসলিম বাহিনী এ যুদ্ধের জয়-পরাজয় তাদের বাহ্যিক আসবাব-উপকরণ আর জনোবল ও মনোবলের মাপকাঠিতে বিচার করে তবে তার ফলাফল যুদ্ধের আগেই বলে দেওয়া যেত। সেটা বের করার জন্য আর যুদ্ধের ময়দানে নেমে শক্তি পরখ করে দেখার প্রয়োজন হতো না। পৃথিবীর সমর ইতিহাসের প্রত্যেকটি দুর্বল ও লঘু বাহিনীর প্রত্যেকটি সবল ও বিশাল বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে যে স্বাভাবিক ফলাফল বের হয় এখানেও তাই হওয়াই যুক্তিযুক্ত ছিল।

একইভাবে এ দুই বাহিনীকে যদি কোনো দাঁড়িপাল্লায় উঠিয়ে মাপা হতো তখনো নিশ্চিতভাবেই মুশরিকদের পাল্লা পলকে ভারী হয়ে যেত আর মুসলমানদের পাল্লা শূন্যে উঠে যেত। তাই তিনি সর্বক্ষমতার আধার আর সবকিছুর কর্মবিধায়ক আল্লাহর কাছে আকুতি পেশ করলেন। যার আদেশের সামনে গোটা বিশ্ব চরাচরের কারও বাধা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই। যার সিদ্ধান্তের বিপরীত করার দুঃসাহস গোটা সৃষ্টিজগতের কারও নেই। যিনিই সকল নুসরতের মালিক; সকল সাহায্যের আধার।

এ সুমহান মালিকের মহান দরবারে তিনি নিঃস্ব ও অসহায় মুসলিম বাহিনীর জন্য সাহায্য প্রার্থনা করলেন। সংখ্যায় যারা গনে দেখার মতো ছিল না। সমরাস্ত্র আর হাতিয়ারের বিবেচনায় যাদেরকে ফকীর বললে মোটেও অত্যুক্তি হবে না। তিনি দরগাহে ইলাহীতে নিবেদন করলেন, আল্লাহ! আজ যদি এ দলটি ধ্বংস হয়ে যায় তবে এরপর গোটা পৃথিবীর বুকে আর কোনোদিনও তোমার ইবাদত করা হবে না। এ সময় স্বীয় প্রতিপালকের সঙ্গে তাঁর গুঞ্জন আরও বৃদ্ধি পেল।

গুণগুণিয়ে পবিত্র যবান মুবারক থেকে বেরিয়ে এলো- হে আল্লাহ! তুমি তোমার প্রতিশ্রুতি পূর্ণ করো! হে আল্লাহ! তুমি সাহায্য করো!! তাঁর হাত দু'খানি তখন মহা মালিকের নুসরতের আঁচল ছোঁয়ার এক অব্যর্থ প্রত্যাশায় সুনীল আসমান অভিমুখে ছুটে গেল। এক পর্যায়ে তাঁর কাঁধ থেকে চাদর পড়ে গেল। আবু বকর রা. তখন তাকে সান্ত্বনা দিতে লাগলেন। মুনাজাতের উদ্বেলিত উত্তাপ আশ্বাসের শীতলতা দিয়ে খানিকটা শান্ত করার চেষ্টা করলেন।

 

হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন

 


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color