Narrow selection

​​​​​​​উপস্থিত বক্তৃতার পূর্ব প্রস্তুতি - Preparation for lecture


02:49:25 12/10/2023

উপস্থিত বক্তৃতার পূর্ব প্রস্তুতি : যদি উপস্থিত ক্ষেত্রে আপনাকে বক্তৃতা করতে বলা হয়, তবু বক্তৃতা করতে পিছপা হবেন না। আপনি রাজি হয়ে যাবেন। এক্ষেত্রে আপনি একটি সফল সুন্দর বক্তৃতা করতে পারেন, তাহলে আপনার ব্যক্তিত্বের প্রভাব এবং জনপ্রিয়তা দারুণভাবে বেড়ে যাবে। উপস্থিত বক্তৃতার পূর্বে আপনি যতটুকু সময় পান, মানসিক প্রস্তুতি নিয়ে নিন। সাথে সাথে নিম্নোক্ত কাজগুলো করুন-

১. নিজের মজবুত আস্থা, সাহস ও আত্মিক বল প্রয়োগ করুন।

২. বিষয়টির আদ্যোপান্ত সংক্ষেপে ভেবে নিন ।

৩. চিন্তা করে নিন আপনি এই বক্তৃতার মাধ্যমে কি উদ্দেশ্য হাসিল করতে চান?

৪. বিষয়ের প্রধান প্রধান পয়েন্টগুলো মনে মনে বিন্যস্ত করুন।

৫. কোন বিশেষ পয়েন্ট যুক্তি, ভাষা, ভঙ্গি, উপমা পেশ করে আপনি অন্যদের ছাড়িয়ে গিয়ে অনন্যতা লাভ করতে পারবেন এরূপ মনোবল নিয়ে বক্তৃতা শুরু করুন। এভাবে উপস্থিত বক্তৃতা করে আপনি কামিয়াব হতে পারেন। আপনি চমকে দিতে পারেন দর্শক এবং শ্রোতাদের। আপনার উদ্দেশ্যকে কার্যকরভাবে ছড়িয়ে দিতে পারেন জনগণের মাঝে। আমার মনে পড়ে বায়তুল মুকাররমের উত্তর গেটে বাংলাদেশে সর্বপ্রথম শিখা চিরন্তনের বিপক্ষে বক্তৃতা দিয়ে শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক (দা. বা.) জনতার হৃদয়ে আগুন জ্বালিয়ে ছিলেন। অন্য সকলের মতো তাঁর বক্তৃতার কথা এখনও আমার হৃদয়ে রেখাপাত করে আছে।

 

হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color