Narrow selection

মদিনায় ইসলাম প্রচার - Propagation of Islam in Medina


03:32:12 12/11/2023

মদীনায় ইসলাম প্রচার প্রশার

ধীরে ধীরে ইসলাম মদীনার আনসার তথা আউস ও খাযরাজের ঘরগুলোতে ছড়িয়ে পড়তে লাগল। প্রাথমিক পর্যায়ের মুসলমানগণের মিহনত ও হিকমত আর মুসআব বিন উমাইর রা. এর দাওয়াতে ইসলাম গ্রহণ করলেন সাদ বিন মুআয ও উসাইদ বিন হুযাইর রা.। তারা ছিলেন আউসের বনু আব্দুল আশহাল কবীলার সরদার। এক পর্যায়ে গোটা বনু আব্দুল আশহালের সবাই ইসলামে দাখিল হয়ে যায়। পরবর্তীতে গোটা মদীনায় এমন কোনো আনসারী ঘর পাওয়া যেত না যেই ঘরে দুই চার নারী-পুরুষ মুসলমান ছিলেন না। 

আকাবার দ্বিতীয় বাইআত

পরবর্তী সময়ে মুসআব বিন উমাইর রা. মক্কায় ফিরে এলেন। সেই বছরের হজ্জের মৌসুমে মদীনার কিছু আনসারী মুসলমান তাদের স্বগোত্রীয় মুশরিকদের সঙ্গে মক্কায় এলেন। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের সঙ্গে আকাবাতে মুলাকাতের প্রতিশ্রুতি দিলেন। হজ্জের যাবতীয় কাজ শেষ করলেন। এক তৃতীয়াংশ অতিক্রম করে যখন রাত ধীরে ধীরে গভীর হলো, তখন তারা আকাবার নিকটবর্তী একটি ঘাঁটিতে সমবেত হলেন। তাদের পুরুষের সংখ্যা ছিল ৭৩ জন। আর তাদের মধ্যে নারী ছিলেন ২ জন। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবকে সঙ্গে নিয়ে প্রতিশ্রুত সময়ে তাশরীফ আনলেন। আব্বাস ছিলেন তখনো নিজের বাপ-দাদার ধর্মের ওপর।

রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের সঙ্গে প্রাথমিক কথা-বার্তা শেষ করে কুরআনে কারীম তিলাওয়াত করলেন। অতঃপর তাদেরকে আল্লাহর দিকে ডাকলেন। ইসলামের প্রতি তাদেরকে উদ্ধুদ্ধ করে তুললেন। অতঃপর তিনি বললেন- তোমাদেরকে আমি এর ওপর বাইআত করছি যে, তোমরা আমাকে তা থেকে রক্ষা করবে, যা থেকে নিজেদের স্ত্রী ও পরিজনকে রক্ষা করো। অতঃপর তারা নবীজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হাতে বাইআত হলেন। বাকি তারা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রতিশ্রুতি নিলেন যে, তিনি তাদেরকে কখনোই পরিত্যাগ করবেন না। তাদেরকে ছেড়ে কোনোদিন আর নিজের কওমের লোকদের কাছে চলে আসবেন না। 

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে বললেন- আমি তোমাদের আর তোমরা আমার। তোমরা যাদের বিরুদ্ধে লড়াই করবে, আমি তাদের বিরুদ্ধে লড়াই করবো। আর তোমার যাদের সঙ্গে সন্ধি করবে, আমিও তাদের সঙ্গে সন্ধি করব। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অতঃপর তাদের মধ্য থেকে বারোজনকে নকীব নির্বাচিত করলেন। তাদের মধ্যে নয়জন ছিলেন খাযরাজের; আর তিনজন ছিলেন আউসের।

● হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন

 


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color