আল্লাহর আইনের সামনে সবাই সমান - Rules of Allah
03:29:46 12/10/2023
আল্লাহর আইনের সামনে সবাই সমান : এই গাযওয়ার সময় বনু মাখযূমের ফাতিমা নামের এক মহিলা কোনো কিছু চুরি করেছিল। পরবর্তীতে তার কওমের লোকেরা ভীত হয়ে উসামা বিন যায়দ রা. এর নিকট রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে সুপারিশের জন্য ছুটে আসে। কারণ, তাদের জানা ছিল উসামা রা. কে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কতটা মুহাব্বত করতেন।
অতঃপর যখন উসামা রা. সেই ব্যাপারে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সঙ্গে কথা বললেন, তখন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চেহারা মুবারক বিবর্ণ হয়ে গেল। তিনি উসামাকে বললেন, তুমি কি আল্লাহর নির্ধারিত সীমারেখার ব্যাপারে আমাকে হস্তক্ষেপ করতে বলছ? উসামা রা. বললেন, হে আল্লাহর রাসূল! আপনি আল্লাহর কাছে আমার জন্য ইসতিগফার করুন।
সন্ধ্যায় সমস্ত লোক সমবেত হলে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের মধ্যে খুতবার জন্য দণ্ডায়মান হলেন। সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করলেন। অতঃপর উপস্থিত লোকদের উদ্দেশে বললেন, তোমাদের পূববর্তী উম্মত এই কারণে ধ্বংস হয়ে গিয়েছে যে, যখন তাদের মধ্যে কোনো সবল ও আশরাফ ব্যক্তি চুরি করত, তখন তারা তাকে ছেড়ে দিত।
আর যখন দুর্বল ও আতরাফ লোক চুরি করত, তখন তার ওপর হন কায়েম করত। ঐ সত্তার কসম- যার হাতে রয়েছে মুহাম্মাদের প্রাণ। যদি ফাতিমা বিনতে মুহাম্মাদও চুরি করত, তবে আমি তার হাত কেটে দিতাম।
অতঃপর রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নির্দেশে সেই মহিলার হাত কেটে দেওয়া হলো। পরবর্তীতে সে তওবা করে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল।