Narrow selection

ঠাণ্ডা থেকে রক্ষার উপায় - Thanda theke rokkhar upay


05:37:59 12/10/2023

ঠাণ্ডা থেকে রক্ষার উপায়

ঠাণ্ডা লেগে অবস্থা কাহিল। বারবার হাঁচি-কাশি — এ এক বিরক্তিকর অবস্থা। অফিসে বসের সামনে গেলেন। তার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই শুরু হলো অবিরাম হাঁচি। টেলিফোনে প্রিয়জনকে আবেগে কবিতা শোনাতে গেলেন। পারলেন না। হাঁচি ঠেকাবেন না কবিতা পড়বেন? সর্দিতেতো নাক বুজেই আছে। সবদিকেই বিড়ম্বনা। কিন্তু পরিত্রাণের আছে সহজ উপায়। না, গপাগপ ট্যাবলেট গেলার দরকার নেই। প্রকৃতির মানুষ প্রকৃতির কাছেই ফিরে যান।

কীভাবে? ৩০ গ্রাম কুচানো ভাজা আদা, ১ কাঠি দারুচিনি ভাঙা, ১ চা চামচ আস্ত ধনে, ৩টি সম্পূর্ণ লবঙ্গ, ১ টুকরো লেবু এবং আধা লিটার পানি মিশ্রণ করুন। মৃদু আঁচে ১৫ মিনিট ফোটান, এরপর হেঁকে নিন। এই গরম পানীয়টি এক কাপ করে প্রতি দু'ঘণ্টা অন্তর পান করুন। দেখবেন ঠাণ্ডা কোথায় পালাবে, আর খুঁজে পাবেন না।

ধূমপান ছাড়তে লজেন্স

সাম্প্রতিক কালে ধূমপান ছাড়ার জন্য নিকোটিন লজেন্স এসেছে। ২ মি. গ্রাম এবং ৪ মি. গ্রাম আকারে এই লজেন্স পাওয়া যাবে। প্রতি ১-২ ঘণ্টায় ১টা করে লজেন্স খেলে ছয় মাসের মধ্যে ধূমপান ছাড়তে পারবেন। তবে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে আপনার মাথাব্যথা, বমিভাব ও ঘুম কম হতে পারে। গ্লাক্সোস্মিথলাইন কোম্পানি এই লজেন্স দ্রুত বাজারজাত করবে বলে জানা যায়।

হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color