উকুন নিয়ে সত্য মিথ্যা - True and false about lice
উকুন নিয়ে সত্য মিথ্যা : পুরুষদের চেয়ে মহিলারাই উকুনের সমস্যায় বেশি ভোগেন। কিন্তু উকুন নিয়ে অনেকের মধ্যেই রয়েছে ভ্রান্ত ধারণা। বর্তমান লেখাটিতে সেই ভ্রান্ত ধারণাগুলো দূর করা হলো :
প্রচলিত ধারণা : মাথার উকুন লাফাতে কিংবা উড়তে পারে।
সত্য কথা : উকুন সংক্রমিত মাথার সংস্পর্শে অন্য কোনো মাথা এলে উকুন স্থানান্তরিত হয়। উকুন সংক্রমিত ব্যক্তির হ্যাট, চিরুনি কিংবা তোয়ালে ব্যবহার করলেও উকুন স্থানান্তরিত হয়।
প্রচলিত ধারণা : উকুন গৃহপালিত কিংবা অন্যান্য পশুর দেহে বংশবৃদ্ধি করে ।
সত্য কথা : এরা একমাত্র মানবদেহে পরজীবী হিসেবে বাস করে।
প্রচলিত ধারণা : উকুন বিশেষ ঋতুতে সংক্রমিত হয়।
সত্য কথা : বছরের যে কোনো সময়, যে কোনো আবহাওয়ায় উকুন ছড়ায়। প্রচলিত ধারণা: হেয়ার ড্রায়ার উকুন বিনাশ করে।
সত্য কথা : যে তাপে উকুন মরে যায়, সেই তাপে মাথার খুলির ত্বক পুড়ে যাবে।
প্রচলিত ধারণা : মাথায় উকুন থাকা মানে পরিচ্ছন্নতার অভাব এবং দারিদ্র্যের চিহ্ন।
সত্য কথা : উকুন যে কোনো শ্রেণীর মানুষের শরীরে সংক্রমিত হয়, এমনকি সবচেয়ে পরিচ্ছন্ন শিশুর শরীরেও সংক্রমিত হতে পারে।
প্রচলিত ধারণা : উকুন আসবাবপত্র এবং কার্পেটে বহুসংখ্যায় উপস্থিত থাকতে পারে। সত্য কথা : উকুনের বেঁচে থাকার জন্য মানুষের রক্তের প্রয়োজন হয়।
প্রচলিত ধারণা : ভিনেগার দিয়ে চুল ধুলে কিংবা ভ্যাসেলিন ব্যবহার করলে চুল থেকে উবুন ঝরে যাবে।
সত্য কথা : উকুন তাড়াতে এসব উপাদান কোনো কাজ করে না। পারমেথ্রিন কিংবা পাইরেথ্রিন সমৃদ্ধ উকুন বিরোধী শ্যাম্পু ব্যবহার করতে হবে। সতর্কতার সাথে নির্দেশনা অনুযায়ী এই শ্যাম্পু ব্যবহার করলে উকুনের উপদ্রব থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।
●হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন