Narrow selection

নিজেকে উন্নত করার উপায় - Ways to improve yourself


01:15:51 12/14/2023

নিজেকে উন্নত করার উপায়

আপনি বিশ বছরের সাধারণ কোনো যুবককে গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখবেন, তার একটি নির্দিষ্ট বাচনভঙ্গি ও সুনির্দিষ্ট চিন্তাধারা আছে। এরপর বছর দশেক পর পুনরায় তাকে পর্যবেক্ষণ করলে লক্ষ করবেন, তার যোগ্যতা পূর্বের মতোই রয়েছে। তারা কোনো পরিবর্তন বা উন্নতি হয়নি।

অনুরূপ আরেকজন যুবককে দেখবেন, তার প্রতিদিনই উন্নতি হচ্ছে। সে প্রতিনিয়ত নিজের যোগ্যতা ও প্রতিভার বিকাশ ঘটাচ্ছে। কেন এমন হয়? আসুন, এক্ষেত্রে আমরা বাস্তবতার নিরিখে বিষয়টি চিন্তাভাবনা করি। মনে করুন, নিয়মিত রেডিও শোনে দু'জন ব্যক্তি। একজন এমন প্রোগ্রামগুলোই শোনে যেগুলো তার চিন্ত শেকির উন্নতি ঘটায়, তার মেধা বিকাশে সহায়তা করে। এর মাধ্যমে ভাষার দক্ষতা, উপস্থাপনার শৈলী এবং আলোচনার পদ্ধতি ও বিতর্কের কলা-কৌশল সে আয়ত্ব করে থাকে। আর দ্বিতীয়জন শুধু নাটক-সিনেমা ও গান- বাদ্য শুনে অহেতুক সময় নষ্ট করে।

এবার ভাবুন, পাঁচ-দশ বছর পর দু'জনের চিন্তাধারা কেমন হবে? দু'জনের মধ্যে কার যোগ্যতা বেশি হবে? নিশ্চয়ই বলবেন প্রথমজনের। কেননা সে সৎ চিন্তা ভাবনা-গবেষণা করে অন্তদৃষ্টি লাভ করাতে সক্ষম হয়। কেবল যোগ্যতাই নয়, আপনি দু'জনের আচরণ উচ্চারণেও লক্ষণীয় ভিন্নতা অনুভব করবেন। প্রথমজন কোনো বিষয়ে দলিল-প্রমাণ দেয়ার ক্ষেত্রে কোরআন-হাদীসের শরণাপন্ন হবে। আর দ্বিতীয় জন গায়ক-গায়িকা ও নায়ক নায়িকাদের ডায়ালগ দিয়ে দলিল প্রমাণ উত্থাপন করবে।

একদিন এমনই একজন আমার সাথে কথা বলার সময় হঠা বলে উঠল, আল্লাহ বলেছেন, 'হে বান্দা! তুমি চেষ্টা করো। আমিও তোমার সাথে চেষ্টা করছি। একথা শোনে আমি তাকে সতর্ক করে দিয়ে বলেছিলাম, 'তাই। এটা তো কুরআনের আয়াত নয়। আমার কথা শুনে লোকটার চেহারায় পরিবর্তিত হয়ে যায়। সে একবারেই চুপ হয়ে যায়। আমি পরবর্তীতে তার কথাটি নিয়ে গভীরভাবে চিন্তা করেছিলাম। এটা মূলত মিশরীয় একটি প্রবাদ। আমার কাছে সুম্পন্ন হয়ে যায়, কোনো ধারাবাহিক নাটক শুনতে শুনতে এ প্রবাদ বাক্যটি তার মনে গেঁথে গেছে।

আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখা যায়, আমরা যারা পেপার-পত্রিকা পড়ি, আমাদের ক'জনের নজর থাকে অর্থবহ সংবাদ বা ব্যক্তি উন্নয়নে সহায়ক তথ্যসমূহের দিকে, আর কতজনের চোখ থাকে খেলার খবর ও বিনোদনের পাতার দিকে? অবশ্যই দ্বিতীয়টার দিকে বেশির ভাগ পাঠকের আকর্ষণ থাকে। এসব কারণেই পত্র- পত্রিকাগুলোতেও বর্তমানে খেলার খবর ও বিনোদনের পাতা বাড়ানোর প্রতিযোগিতা চলছে।

আমাদের চিন্তা-চেতনা এবং আমাদের গল্প ও আলোচনার মজলিসগুলোর ক্ষেত্রেও একই কথা বলা যায়। এজন্য সর্বত্রই আমরা বিনোদনকে প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু বর্তমানে বিনোদনের নামে যে অশ্লীলতার প্রসার ঘটানো হচ্ছে। এসব বিনোদনের পরিণতিতে হলো অনিবার্য ধ্বংস। কেননা কোন জিনিস গ্রহণীয় না কি বানিয়ে তা একমাত্র চিন্তাভাবনার দ্বারাই প্রমাণিত হতে পারে।

যদি আপনি জীবনে বড় হতে চান তাহলে প্রতি মুহূর্তে আপনাকে নিজেরা উন্নতির কথা চিন্তা করতে হবে। নিজের যোগ্যতা ও প্রতিভা বিকাশে সহায়ক কাজগুলো করতে হবে। বহুমুখী দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করার ক্ষেত্রে যাদের চরিত্র ও আচার-আচরণ সুন্দর তাদের অনুসরণ করতে হবে।

আবদুল্লাহ নামে কর্মঠ ও উদামী এক ব্যক্তি ছিলো। কিন্তু তার মাঝে দক্ষতা ও অভিজ্ঞতার কিছুটা অভাব ছিল। একদিন সে যোহরের নামায পড়ার জন্য মসজিদে রওয়ানা হয়ে পথে দেখলো, একজন লোক খেজুর গাছের ওপর বসে কাজ করছে। তখন নামাযের খুব সামান্য কিছু সময় বাকি। কিন্তু লোকটি সেদিকে বিন্দুমাত্র মনোযোগী ছিলো না। অবস্থা দেখে আবদুল্লাহ প্রচণ্ড রেগে কঠোর স্বরে বললো, এই বেটা। নেমে আয় গাছ থেকে। নামায পড়বি না শান্তভাবে লোকটি উত্তরে বলে 'ঠিক আছে, নামছি।

আবদুল্লাহ বললো, "তাড়াতাড়ি কর বেটা। নামাযের কোন গুরুত্ব নেই। গাধা কোথাকার।" গাধা বলাতে লোকটির মাথায় রক্ত উঠে যায়। রাগে আপমানে সে বলতে থাকে, কি বললি! আমি গাধা? দাঁড়া বেটা, এখন তোকে মজা দেখাচ্ছি। এরপর সে একটি লাঠি নিয়ে নীচে নামতে থাকে। অবস্থা বেগতিক দেখে আব্দুল্লাহ চেহারা ঢেকে মসজিদের দিকে দৌড়ে পালিয়ে যায়, যেন লোকটি তাকে চিনতে না পারে।

এদিকে লোকটি গাছ থেকে নেমে রাগে ছটফট করতে থাকে। আবদুল্লাহকে না পেয়ে কাজ ছেড়ে সে বাড়ি চলে যায় এবং নামায পড়ে কিছুটা শান্ত হয়। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে অবশিষ্ট কাজ সমাপ্ত করার জন্য আবার ফিরে আসে। আবদুল্লাহ আসরের সময় নামায পড়তে বের হলে লোকটিকে আগের মতই গাছের ওপর দেখে। কিন্তু এবার পূর্ব অভিজ্ঞতার কারণে সে দাওয়াতের পদ্ধতি পরিবর্তন করে। সে লোকটিকে সালাম দিয়ে বলল 'ভাই! কেমন

লোকটি বলল, আলহামদুলিল্লাহ, ভালো।'

আবদুল্লাহ জিজ্ঞেস করল, 'এবার ফলন কেমন হল

লোকটি বলল, আলহামদুলিল্লাহ, বেশ উত্তম ফলন হয়েছে।

আপনার ফল ও ফসলে আল্লাহ বরকত দান করুন। আল্লাহ আপনার রিযিক বাড়িয়ে দিন। আপনার পরিশ্রমের উত্তম প্রতিদান প্রদান করুন।' আবদুল্লাহ লোকটির জন্য দোয়া কর। লোকটি আব্দুল্লাহর দোয়া শুনে খুশী হয়ে আমীন আমীন বলতে থাকে। এবার আবদুল্লাহ বিনয়ী স্বরে তাকে উদ্দেশ্য করে বলল, মনে হয় আসরের আযান শুনতে পাননি। আসরের আযান তো হয়েছে। নামাযের সময়ও ঘনিয়ে এসেছে। এখন একটু কাজ ছেড়ে নেমে এসে নামায পড়ে নিন। নামাযের পর ইনশাআল্লাহ অবশিষ্ট কাজ শেষ করবেন।

তারপর আবদুল্লাহ তার সুস্থতার দোয়া করে বলল, 'আল্লাহ আপনাকে সবসময়ই সুস্থ রাখুন।' লোকটি খুশী হয়ে বলল, 'হ্যাঁ, অবশ্যই। আমি এখনই নাম এরপর সে ধীরে-সুস্থে গাছ থেকে নেমে আসল। নীচে নেমে সে আব্দুল্লাহর সাথে মোসাফাহা করল। এরপর বলল "সুন্দর ব্যবহারের জন্য শোকরিয়া। কিন্তু যোহরের সময় যে লোকটা আমাকে দাওয়াত দিয়ে নামাযের কথা বলেছিলো তাকে ধরতে পারলে বুঝিয়ে দিতাম গাধা কে?

অতএব লক্ষ্য করেছেন কি? দাওয়াত পদ্ধতি শিক্ষা (মানুষের বেলায় দাওয়াতের উত্তম পদ্ধতি ও বড় সাফল্য হচ্ছে, কারো শত্রুতামূলক আচা যেন আপনার অন্তরে ভাইয়ের জন্য সঞ্চিত সুবিবেচনা ও বন্ধুত্বকে ক্ষুণ্ণ করতে না পারে এবং তাদের দুর্ব্যবহারে যেন কখনো তাদের প্রতি সদয় ব্যবহারে ঘাটতি সৃষ্টি করতে না পারে।) মানুষের সাথে উত্তম ব্যবহার করুন। মানুষও আপনার সাথে উত্তম ব্যবহার করবে। লোকজনের সাথে বারবার কথা হলেও কখনো কথাবার্তায় বিদ্রূপাত্মক বিষয়ের অবতারনা না করা এটা হচ্ছে উৎকৃষ্ট মানুষের পরিচয়।

 

● হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন

 


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color