কি কারণে মাথা ব্যথা করে? - What causes headaches?
14:37:58 12/13/2023
কি কারণে মাথা ব্যথা করে?
একজন মানুষের জীবনে সবচেয়ে বেশি যে সমস্যাটি ঘটে তা হলো মাথাব্যথা। পৃথিবীতে খুব কম মানুষই আছেন জীবনে যার কখনো মাথাব্যথা হয়নি। এ এক বিভীষিকাময় অনুভূতি। মাথাব্যথার রয়েছে আবার বিভিন্ন রকমফের। কারো মাথা যন্ত্রণায় ছিঁড়ে যায়, কারো চাপা ধরনের ব্যথা করে, কারো মাথার পেছনে ব্যথা করে, কারো মাথার একপাশে ব্যথা করে, আবার কারো পুরো মাথা জুড়েই ব্যথা করে।
মাথাব্যথার কারণ
ঠিক কি কারণে একজন মানুষের মাথাব্যথা হয় তা নিয়ে অনেক মতভেদ রয়েছে। তবে সাধারণ কারণগুলো হলো :
মস্তিষ্কে রক্ত চলাচলে কোনো অনিয়ম বা বাধাগ্রস্ত হওয়া
মস্তিষ্কে রক্তনালীর সংকোচন ও প্রসারণ
বেশ কিছু রাসায়নিক পদার্থের প্রভাব
মস্তিষ্কে টিউমার
মস্তিষ্কে ফোঁড়া
মানসিক উত্তেজনা ও দুশ্চিন্তা
মাথায় আঘাত
মেনিনজাইটিস বা মস্তিষ্কাবরক ঝিল্লি প্রদাহ
সাইনুসাইটিস
জ্বর
উচ্চ রক্তচাপ
রক্ত স্বল্পতা
চোখের অসুখ ইত্যাদি।
সাধারণত রক্তনালীর সংকোচন-প্রসারণের ফলে রক্তনালীতে কিছু কিছু রাসায়নিক পদার্থের পরিমাণ বৃদ্ধি পায়। এছাড়া রক্তে অনুচক্রিকাও বেড়ে যায়। এই অনুচক্রিকা থেকেও অন্য
মাথাব্যথায় চীনা পদ্ধতি
মাথাব্যথার মতো বিরক্তির যন্ত্রণা বুঝি আর কিছু নেই। কিছুই ভালো লাগে না। প্রিয়জনের সান্নিধ্যও অসহ্য মনে হয়। পড়ছেন হুমায়ূন আহমেদের জোছনা ও জননীর গল্প। নাহ্, বইটা রেখে দিতেই হলো। টিভি ছাড়লেন, মুভি চ্যানেলে চলছে স্টিফেন কিং-এর দ্য রেড রোজ। চমৎকার ছবি। গতবারও দেখতে পারেননি মাথাব্যথার জন্য, আজও পারলেন না। মাথাব্যথা দূর করতে চীন দেশীয় লোকজন একটা পদ্ধতি ব্যবহার করে থাকে, আপনিও ব্যবহার করতে পারেন সেই পদ্ধতি। দেখুন মাথাব্যথা কমে কিনা। কমবে তো অবশ্যই। ভালো বোধ করবেন। যেন ফুরফুরে ঠাণ্ডা হাওয়ায় ভেসে যাবেন স্বপ্নলোকে। এ পদ্ধতির নাম লি শু।
মাথাব্যথা হলে চীনারা মাথা থেকে রক্ত সরানোর জন্য দ্রুত তাদের হাত ঘোরাতে থাকে। এরপর তারা তাদের উত্তপ্ত হাত দিয়ে চোখের চারপাশে বৃত্তাকারে বুলাতে থাকে মাথার ত্বককে শিথিল করতে। বিশেষজ্ঞরা বলেন, এ ধরনের অনুশীলনের বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। এতে মাথার রক্তপ্রবাহ কমে যাওয়ার ফলে চাপ কমে যায়। এর কারণে মাথাব্যথাও কমে যায়।
●হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন