গুনাহের কারণে কি কাফের হয়? - What causes infidelity?
02:57:14 12/10/2023
গুণাহের কারণে কি কাফির হয়? : উত্তর : গুনাহগার মুসলমান যদি জাহান্নামে প্রবেশ করে, তবে শেষ পর্যন্ত তাড়াতাড়ি কিংবা বিলম্বে অবশ্যই জাহান্নাম হতে বের হয়ে আসবে এবং জান্নাতে প্রবেশ করবে। তারপর চিরকাল জান্নাতেই অবস্থান করবে। মুসলমান কবীরা গুনাহের কারণে কাফির হয় না, ঈমান হতে বের হয় না।
জাহান্নামে যে বিভিন্ন প্রকার শাস্তি হবে যেমন, সাপ, বিচ্ছু, (এর দংশন) শিকল, বেড়ী (পরান) আগুন, উত্তপ্ত পানি, যাক্কুম ও পুঁজ ইত্যাদি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এবং কুরআন মাজীদ সুস্পষ্টভাবে উল্লেখ করেছে; জান্নাতের যে রকমারি নিয়ামত, পানাহারের যে বিভিন্ন বস্তু, ডাগর চোখ বিশিষ্ট সুন্দরী রমনী, সুউচ্চ দালান-কোঠা ও বালাখানা, সবই সত্য। জান্নাতের সর্বাপেক্ষা উত্তম নিয়ামত হল, আল্লাহ তা'আলার দিদার (দর্শন)।
সমস্ত মুসলমান জান্নাতের মাঝে উন্মুক্তভাবে (আল্লাহকে) দেখবে। কোন কায়ফিয়্যাত বিশেষ দিক ও মিছাল ছাড়াই (তাঁকে দেখবে) । ঈমান অর্থ, স্বতস্ফুর্তভাবে অন্তর দ্বারা মেনে নেয়া ও মুখে স্বীকার করা। কিন্তু বিশেষ প্রয়োজনকালে মূখে স্বীকার করার প্রয়োজন রহিত হয়ে যায়।
● হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন