Narrow selection

ইলমে ফিকহ কাকে বলে? - What is Ilm Fiqh?


ইলমে ফিক্‌হ কাকে বলে?

ফিকহের আভিধানিক অর্থ : ফিকহের আভিধানিক অর্থ হল, কোন জিনিসকে বিদীর্ণ করা, উম্মুক্ত করা, কোন জিনিসকে জানা, ইত্যাদি। পারিভাষিক অর্থ : শরীয়তের পরিভাষায় ফিকহের প্রসিদ্ধ সংজ্ঞা হল,

هُوَ الْعِلْمُ بِالأحكام الشَّرْعِيَّةِ الفَرْعِيَّةِ عَنْ أَدِلَّتِهَا التَّفْصِلِيَّةِ

অর্থাৎ, বিস্তারিত দলীল প্রমানাদি থেকে শাখাগত শরঈ বিধানাবলী জানার নাম ইলমে ফিকহ। উল্লেখ্য, বিস্তারিত প্রমানাদি ৪টি। কুরআন, হাদীস, ইজমা ও কিয়াস। আর শাখাগত আহকাম বলতে সেসব বিধিবিধান উদ্দেশ্য যেগুলোর সম্পর্ক আমলের সাথে।

ইমাম আবু হানীফা (রহঃ) ফিকহের সংজ্ঞায় বলেছেন-

الْفِقَهُ مَعْرِفَةُ النَّفْسِ مَا لَهَا وَمَا عَلَيْهَا .

অর্থাৎ, ইলমে ফিক্হ হল আত্মা এবং তার উপর যেসব অবস্থা যোগ হয় তা জানার নাম।

এজন্যই আহলে হাকীকত সুফিয়ায়ে কিরাম ইলমে ফিক্‌হ ইলম ও আমলের সমন্বয়ের নাম সাব্যস্ত করেন। এজন্য একজন আরিফ বলেছেন-

الْفَقِيهُ عِند أهل اللهِ هُوَ الَّذِى لَا يَخَافُ إِلَّا مِنْ مَوْلَاهُ وَلَا يُرَاقِبُ إِلَّا إِيَّاهُ وَلَا

يلتفت إلى مَا سِوَاهُ وَلَا يَرْجُو الخَيْرَ مِنَ الغَيرِ وَيَطِيرُ فِي طَلَبِه طَيران الطَّير .

অর্থাৎ, আল্লাহ ওয়ালাদের নিকট ফকীহ তিনি যিনি স্বীয় মাওলা ব্যতীত আর কাউকে ভয় করেন না এবং তিনি ছাড়া আর কারো কথা ধ্যান করেন না এবং তিনি ছাড়া আর কারো প্রতি দৃষ্টিপাত করেন না। আল্লাহ ব্যতীত কারো নিকট কল্যাণ কামনা করেন না এবং আল্লাহকে তালাশ করার জন্য পাখির মতো উড়তে (সচেষ্ট) থাকেন।

হযরত হাসান বসরী (রহঃ) বলেন- ফকীহ তিনি যিনি দুনিয়া বিমুখ এবং পরকালীন বিষয়ের প্রতি আকৃষ্ট এবং নিজের দোষত্রুটি সম্পর্কে ওয়াকিফহাল

ও সচেতন।

ইলমে ফিকহের আলোচ্য বিষয় : মুকাল্লাফের কর্ম ও আমল। কারণ, এর অবস্থা নিয়েই এতে আলোচনা করা হয়। যেমন, কাজটি শুদ্ধ কি অশুদ্ধ, ফরয, না হারাম, না হালাল, না মাকরূহ ইত্যাদি।

লক্ষ্য ও উদ্দেশ্য : দুনিয়া ও আখিরাতের সফলতা। কারণ, একজন ফকীহ দুনিয়াতে আল্লাহর মাখলুককে উপকৃত করে উচ্চ মর্যাদায় সমাসীন হন এবং পরকালে তাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহর দিদার লাভ করবেন। অথবা বলতে পার ইলমে ফিকহের উদ্দেশ্য আহকামে শরঈয়্যাহ অনুযায়ী আমল করার শক্তি ও যোগ্যতা অর্জন করা।

 

হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন

 


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color