Narrow selection

​​​​​​​ইসলাম কেমন ধর্ম? - What kind of religion is Islam?


03:31:15 12/10/2023

ইসলাম কেমন ধর্ম? ইসলাম তাওহীদ আর একত্ববাদের ধর্ম : রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবার দরজা খুললেন। ততক্ষণে কুরাইশরা কাবার আঙিনায় রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী করেন- তা দেখার জন্য কাতারবদ্ধ হয়ে বসে গিয়েছিল। কাবার চতুর ততক্ষণে একেবারে ভরে গিয়েছিল। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন উঁচুতে উঠে কাবার দরজার দুই পার্টে দুই হাত রেখে তাদের দিকে ফিরে বলতে লাগলেন: আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই। তিনি এক ও একক।

তাঁর কোনো শরীক নেই। তিনি আপন প্রতিশ্রুতি পূর্ণ করেছেন। নিজ বান্দাকে তিনি সাহায্য করেছেন। বিশাল দলকে তিনি একাই পরাভূত করেছেন। মনে রেখো- আজ থেকে সকল সুযোগ-সুবিধা, ধন-সম্পদ, রক্তের দাবি-দাওয়া আমার এই দুই কদম তলে দাফন করা হলো। তবে কাবার তত্ত্বাবধান আর হাজীদের পানি পান এর বাইরে থাকবে।

হে কুরাইশ সম্প্রদায়! আল্লাহ তাআলা তোমাদের থেকে জাহেলিয়াতের জাত্যভিমান আর গরিমা নিয়ে গেছেন। বাপ-দাদাদের নামে বুক ফুলিয়ে গর্ব করার দিন শেষ করে দিয়েছেন। সমস্ত মানুষ আদম সন্তান। আর আদম আ. ছিলেন মাটির তৈরী । অতঃপর তিনি নিম্নোক্ত আয়াত তিলাওয়াত করলেন:

يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذكر وأنثى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ

أكْرَمَكُمْ عند الله أَتْقَاكُمْ إِنَّ اللهَ عَلِيمٌ خَبِيرٌ

অর্থাৎ হে মানব, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পর পরিচিতি হও। নিশ্চয় আল্লাহর কাছে সে-ই সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক পরহিযগার। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সবকিছুর খবর রাখেন। [সূরা হুজুরাতঃ

নবীয়ে রহমত

অতঃপর রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হে কুরাইশ সম্প্রদায়! আমি তোমাদের সঙ্গে কী করব বলে তোমাদের ধারণা? তারা বলল, আমরা সর্বোত্তম আশা পোষণ করছি। কেননা আপনি উত্তম ভ্রাতা। আপনি উত্তম ভ্রাতার যোগ্য সন্তান।

তিনি বললেন, আজ আমি তোমাদেরকে সেই কথা বলব, যা বলেছিলেন আল্লাহর নবী ইউসুফ আ. তার ভাইদের লক্ষ করে : আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ-অনুযোগ নেই। যাও- তোমরা সবাই আযাদ!

অতঃপর নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নির্দেশে সাইয়েদুনা বিলাল রা. কা'বার ঊর্ধ্বদেশে আরোহণ করলেন। মূর্তিপূজা আর পৌত্তলিকতার জমজমাট বাজারে মহীয়ান কাবার শিখর দেশে বিলাল রা. এর কন্ঠে ধ্বনিত হলো তাওহীদের চিরচেনা আযান। সেই আযান অনুরণিত হলো মক্কার প্রতিটি অলিতে গলিতে আর গিরি-কন্দরে। গোটা মক্কা প্রকম্পিত হলো। আর পৌত্তলিকতার সব গুরুঠাকুর কুরাইশদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ কাবার প্রাঙ্গণে বসে শুনছিল তাওহীদের বুলন্দ জয়গান।

অতঃপর রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মে হানী বিনতে আবী তালিবের ঘরে প্রবেশ করে গোসল করলেন। গোসলের পরে মহামহীম প্রভুর বিজয়ের কৃতজ্ঞতা নিবেদনে আট রাকাআত নামায আদায় করলেন ।

 

হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন

 


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color