Narrow selection

​​​​​​​কোন ত্বকে কোন সাবান ব্যবহার করবেন - Which soap to use on which skin


15:50:17 12/10/2023

কোন ত্বকে কোন সাবান ব্যবহার করবেন : সাবান কেনা যতটা সহজ মনে হয়, ততটা সহজ নয়। বিভিন্ন উপাদানের সাবান রয়েছে। কোনো সাবান শুষ্ক ত্বককে আর্দ্র করে, কোনো সাবান ব্রণ কমিয়ে দেয়, কোনো সাবান ব্যাকটেরিয়া বিনাশ করে। আবার কোনো সাবান শরীরের দুর্গন্ধ দূর করে — আরো অনেক ধরনের সাবান রয়েছে। কিন্তু আপনি কীভাবে জানবেন সত্যিকার অর্থে আপনার কোন সাবান প্রয়োজন। এখানে কিছু পরামর্শ দেয়া হলো—বেছে নিন আপনার ত্বকের উপযোগী সঠিক সাবান

শুষ্ক ত্বকের জন্য

যদি আপনার ত্বক শুষ্ক থাকে তাহলে তেল কিংবা ময়েশ্চারাইজারসমৃদ্ধ উপাদানযুক্ত সাবান ব্যবহার করুন যা পানি দিয়ে ধুয়ে ফেলার পরেও ত্বকে পাতলা আবরণ রেখে যাবে। কিংবা আপনি তরল ক্লিনজার ব্যবহার করতে পারেন যেমন গ্লিসারিন, অ্যাসিটাইল অ্যালকোহল অথবা গ্লাইকল।

তৈলাক্ত ত্বকের জন্য

তৈলাক্ত ত্বকে ব্রণ হবার প্রবণতা থাকে। ত্বকে জমে থাকা ময়লা ও তেল পরিষ্কার করার জন্য আপনার উপযোগী প্রসাধন হলো ডিটারজেন্টভিত্তিক ক্লিনজার; এটা বিউটি বার নামেও পরিচিত। সালফার, স্যালিসাইলিক এসিড কিংবা বেনজয়েল পার অক্সাইডের মতো সক্রিয় উপকরণ খোঁজ করুন। আরেকটা কথা মনে রাখবেন, চেহারা তৈলাক্ত হলেই যে সেটা তৈলাক্ত ত্বক হবে তা নয়, তাই সব সময় আপনার শুরু সাবানের প্রয়োজন নাও হতে পারে।

সংবেদনশীল ত্বকের জন্য

এক্ষেত্রে অতিরিক্ত চর্বিসমৃদ্ধ সাবান ভালো, কারণ এগুলোতে গ্লিসারিন থাকে, যা আপনার ত্বককে আর্দ্র রাখে। ব্যাকটেরিয়া বিরোধী উপাদান যেমন ট্রাইক্লোকার্বন বা ট্রাইক্লোসান সমৃদ্ধ সাবান ব্যবহার করবেন। আপনার ত্বক যদি বেশি সংবেদনশীল হয়, তাহলে সাবান যতটা সম্ভব কম ব্যবহার করবেন ।

 

● হযরত মুহাম্মাদ (সাঃ) এর জিহাদী জীবন

 


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color