আল্লাহর যাবতীয় গুণাবলী সম্পর্কে আলোচনা কর
উত্তর আল্লাহ তায়ালার যাবতীয় গুন ও কর্ম তার পবিত্র সত্তার ন্যায়। (ধরন ও অনুরূপও) হতে পবিত্র। যেমন, এলেম আল্লাহ তাআলার একটি অবিনশ্বর গুন, অন্য জ্ঞান। যাবতীয় অনাদি ও অনন্ত বস্তু সমূহকে সেগুলোর অনুকুল ও প্রতিকূল মৌলিক ও শাখাগত অবস্থার সাথে এবং প্রত্যেকের বিশেষ সময়সহ সর্বত্র এক মুহূর্তে তিনি জানেন।
জায়েদ অমুক সময়ে জীবিত এবং অমুক সময়ে মৃত। অনুরূপভাবে আল্লাহ তায়ালার কালাম ও অনন্য নেই। আসমানী গ্রন্থে এর বিস্তারিত বিবরণ রয়েছে।