আল্লাহর সত্তা এলেম শ্রবণ দর্শন ইচ্ছা কুদরত ও কালাম কিরুপ

আল্লাহর সত্তা এলেম শ্রবণ দর্শন ইচ্ছা কুদরত ও কালাম কিরুপ

উত্তর: আপন সত্তায় তিনি অনন্য। আর গুণাবলী ও কাজকর্মে তার সাথে কারো কোন অংশীদারিত্ব নেই। তার অস্তিত্ব ও জীবন অন্যান্য বস্তুর অস্তিত্ব ও জীবনের মত নয়। না তার জ্ঞান অন্যান্য বস্তুর জ্ঞানের নেয়। তার শ্রবণ দেখা ও ইচ্ছা, তার কুদরত ও কালাম সৃষ্ট জীবের শ্রবণ-দর্শন ইচ্ছা তাদের ক্ষমতা ও কথার মত নয়।

যেসব গুণাবলী বাহ্যিকভাবে সাদৃশ্য অংশীদারিত্ব রাখে, তা কেবল নামেই সাদৃশ্য ও নামে অংশীদারিত্ব ছাড়া অন্য কোন সাদৃশ্য অংশীদারিত্ব রাখেনা।

হার্টের রোগে নামাজের ভূমিকা

আমাদের ইউটিউব চ্যানেল

Leave a Comment