ইলমু উছুলিল হাদীস কাকে বলে?

ইলমু উছুলিল হাদীস কাকে বলে?

هُوَ عِلم بِأَصُولٍ يُعْرَفُ بِهَا أَحْوَالُ حَدِيثِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم مِنْ حَيْثُ الصحة وَضُعفة والقبول والرد .

অর্থা উচ্ছ্বলে হাদীস এমন কতগুলি মূলনীতি সম্পর্কে অবগতি লাভ করার নাম, যেগুলো দ্বারা হাদীস বর্ণনার শুদ্ধতা, দুর্বলতা ও গ্রহণযোগ্যতা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা যায়।

লক্ষ্য-উদ্দেশ্যঃ গ্রহণযোগ্য ও অগ্রহণযোগ্য হাদীসসমূহের পরিচয় লাভ করা।

আলোচ্য বিষয়ঃ হাদীসের সনদ ও মতন।

ইলমু উচ্ছ্বলিল হাদীস এর পাঠ্য কিতাবঃ শরহু নুখবাতিল ফিকার ও মুকাদ্দামায়ে মিশকাত ।

ইলমুত্ তারীখ

সংজ্ঞাঃ ‘তারীখ’ শব্দটি আরবী ‘আগুন’ শব্দ থেকে নির্গত। তারীখ অর্থ- সময় বর্ণনা করা, কোন জিনিষ সংঘটিত হওয়ার সময় বর্ণনা করা।

পরিভাষায়ঃ ইলমুত্ তারীখ ঐ ইলমকে বলে, যে ইলমের দ্বারা অতীতকালের নবী-রাসূল, রাজা-বাদশাহ, বিজয়ী ও প্রসিদ্ধ ব্যক্তিদের অবস্থা; স্মরণীয় ঘটনাবলী, জীবন-ধারা ও তাহযীব-তামাদ্দুন ইত্যাদি সম্পর্কে জানা যায় ।

উদ্দেশ্যঃ অতীতে সংঘটিত বিষয়াবলী সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা।

আলোচ্য বিষয়ঃ অতীতকালে সংঘটিত বিষয়াবলী ।

ইলমুত্ তারীখ এর পাঠ্যকিতাবঃ সীরাতে খাতামুল আম্বিয়া তারীখুল ইসলাম ও তারীখে মিল্লাত ।

আবু বকর রা. এর  ইসলাম ও তাঁর অবদান

আবু হুরায়রা (রা.) এর জীবনী

দীর্ঘ সময় সহবাস করার উপায় ও কৌশল

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল

Leave a Comment