ইসলাম শিক্ষা বহুনির্বচনি প্রশ্নত্তর
১। আল- হিকমাতু শব্দের অর্থ কী?
(ক) উপদেশ (খ) প্রজ্ঞা
(গ) জ্যোতি (ঘ) অনুগ্রহ
২। মহান আল্লাহর একমাত্র মনোনিত দীন কোনটি
(ক) ইসলাম (খ) হিন্দু
(গ) বৌদ্ধ (ঘ) খ্রিষ্ট
৩। ইসলাম কি?
(ক) একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা (খ) একটি বিশ্বাস
(গ) সামাজিত নীতি (ঘ) ধর্মীয় আইন-কানুন
৪। মানবজাতির জন্য সর্বোত্তম জীবনবিধান কোনটি?
(ক) ইসলাম (খ) মারেফত (গ) বৈরগ্যবাদ (ঘ) তাসাউফ
৫। শরিয়াতের সর্বশেষ ও পূর্ণাঙ্গরুপ কোনটি?
(ক) ইমান (খ) ইসলাম
(গ) ইহসান (ঘ) তাওহীদ
৬। দুনিয়া ্ও আখিরাতে কীভাবে শান্তিময় জীবন লাভ করা যায়?
(ক) ইসলামি বিধি-বিধান মেনে চলে
(খ) উচ্চ শিক্ষা অর্জন করে
(গ) বেশি ধন-সম্পদ অর্জন করে
(ঘ) দুনিয়ামুখী জীবনযাপন করে
৭। কোন শিক্ষা দুনিয়া ও আখিরাতের শান্তি ও সফলতার
দিকনির্দেশনা দেয়?
(ক) আধুনিক (খ) বিজ্ঞানবিত্তিক (গ) কারিগরি (ঘ) ইসলাম
৮। শরীয়াত কোন ভাষার শব্দ?
(ক) বাংলা (খ) আরবী (গ) ইংরেজি (ঘ) উর্দু
৯। ইসলাম অনুযায়ী জীবন পরিচালনার প্রধান মাধ্যম কী?
(ক) ইসলাম শিক্ষা (খ) বিজ্ঞান
(গ) সংবিধান (ঘ) কিয়াস
১০। শরিয়াত শব্দের অর্থ কী?
(ক) উৎস (খ) সূত্র (গ) পথ (ঘ) সরল
১১। মানব জীবনের সব কাজ কীসের অন্তরভুক্ত?
(ক) বিজ্ঞানের (খ) নৈতিকতার
(গ) ইসলামি শরিয়তের (ঘ) হাকিকতের
১২। ইসলামকে গাছের কোন অংশের সাথে তুলনা করা হয়েছে?
(ক) লতা-পাতা (খ) শাখা-প্রশাখা
(গ) শিকড় বা মূল (ঘ) ছাল বা বাকল
১৩। কোন দুটি শরিয়াতের প্রধান উৎস?
(ক) আল-কুরআন ও ইজমা (খ) আল-কুরআন ও সুন্নাহ
(গ) আল-কুরআন ও কিয়াস (ঘ) সুন্নাহ ও ইজমা
১৪। ফেরেশতা কিসের তৈরী?
(ক) আলোর (খ) নুরের
(গ) মাটির (ঘ) পাথরের
১৫। কোনটির শুরু আছে শেষ নেই?
(ক) কবর (খ) ইহকাল
(গ) আখিরাত (ঘ) পুলসিরাত
১৬। শরিয়ত মানুষকে দিকনির্দেশনা দেয়-
i আচার-আচারণগত
ii বাস্তব কাজকর্ম সংক্রান্ত
iii বিশ্বাসগত
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৭। তকদিরের ভালো মন্দ নির্ধারণকারী কে?
(ক) আল্লাহ তায়ালা (খ) মানুষ নিজেই
(গ) মহানবী (সা:) (ঘ) জিবরাইল (আ:)
১৮। কুরআন মাজিদ অবতরণ সম্পন্ন হয় কত বছরে?
(ক) ২৫ (খ) ২৩ (গ) ২০ (ঘ) ২৭
১৯। মৃত্যুর পর সকল মানুষ কোথায় একত্রিত হবে?
(ক) কবরে (খ) জান্নাতে
(গ) জাহন্নামে (ঘ) হাশরে
২০। ইমানের সর্ব শেষ বিষয় কোনটি?
(ক) আখিরাতে বিশ্বাস (খ) তকদিরে বিশ্বাস
(গ) আসমানি কিতাবে বিশ্বাস (ঘ) পুনুরুত্থানে বিশ্বাস
২১। শরিয়ত আমাদের শিক্ষা দেয়-
i উত্তম চরিত্র ও নৈতিকতার
ii চিরস্থায়ী জীবনযাপনের উপায়
iii ইহপরকালীন কল্যান লাভের উপায়
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২২। আ-কুরআন শরিয়তের কততম উৎস
(ক) প্রথম (খ) দ্বীতিয় (গ) তৃতীয় (ঘ) চতুর্থ
২৩। হেরা গুহায় সর্বপ্রথম কোনসূরার পাঁচটি আয়াত নাজিল হয়-
(ক) ফালাক (খ) আলাক (গ) লাহাব (ঘ) কদর
২৪। কোন আসমানী কিতাব খন্ড খন্ড করে নাজিল হয়?
(ক) তাওরাত (খ) যবুর (গ) ইঞ্জিল (ঘ) কুরআন
২৫। লাওহে মাহফুজ অর্থ কী?
(ক) বিশেষ স্থান (খ) সংরক্ষিত ফলক
(গ) সংরক্ষিত গুহা (ঘ) গোপন স্থান
২৬। কোন যুদ্ধের পর কুরআন বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়-
(ক) বদরের (খ) ইয়ামামার
(গ) উহুদ (ঘ) মু’তার
২৭। ইয়ামামার যুদ্ধের পর কুরআন বিলুপ্তর আশঙ্কা দেখা দেয় কেন?
(ক) বহুসংখ্যক কুরআনের হাফেজ শাহাদতবরণ করায় (খ) ভন্ডনবিরা জয়ী হওয়ায় (গ) পরাজিত হওয়ায়
(ঘ) ইসলাম বিলুপ্ত হওয়ায়
২৮। আল-কুরআন সর্বমোট কতটি পারায় বিভক্ত?
(ক) ২০ (খ) ২৫ (গ) ৩০ (ঘ) ২৮
২৯। আল্লাহর কিতাব থেকে একটি হরফ পাঠ করলে কয়টি নেকি?
(ক) এক (খ) দুই (গ) তিন (ঘ) চার
৩০। তিলাওয়াত শব্দের অর্থ কী?
(ক) উপলব্ধি করা (খ) পাঠ করা
(গ) শুদ্ধ করা (ঘ) মুখস্ত করা।
ইসলাম শিক্ষা বহুনির্বচনি প্রশ্নত্তর