এলেম ও কুরআন শিক্ষার গুরুত্ব
রাসূলুল্লাহ (স.) বলেন প্রত্যেক মুসলিমের উপর কুরআন শিক্ষা ফরজ। কুরআন শিক্ষার সবচেয়ে উপযুক্ত সময় শৈশবকাল। প্রত্যেক পিতা-মাতা যদি তার সন্তানকে যোগ্য শিক্ষকের নিকট (যিনি কুরআন শিক্ষা গ্রহণ করেছেন এবং সঠিকভাবে কুরআন শিক্ষা দান করতে পারেন) এমন ব্যক্তির নিকট পাঠানো প্রত্যেক অভিভাবকের দায়িত্ব। যদি অভিভাবক এই দায়িত্ব পালন না করে, তাহলে কেয়ামতের দিন আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে এর জবাব দিতে হবে।
সুতরাং একজন সচেতন অভিভাবক হিসেবে আপনার আমার দায়িত্ব আমাদের সন্তানকে কুরআনের আদর্শে আদর্শিত করে গড়ে তোলা।
সুতরাং আপনার শিশুকে মক্তব-মাদ্রাসায় পাঠিয়ে দিন যেন তারা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে।
এখনই সময়, আসুন আমরা কুরআনের মর্যাদা বুঝে কুরআনকে বুকে জড়িয়ে ধরে আখরে রাখি। আল্লাহতালা আমাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করুন আমীন