ওয়ারাকা বিন নওফলের ঘটনা

ওয়ারাকা বিন নওফলের ঘটনা : খাদীজা রা. রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে উল্লিখিত কথাগুলো বলেছিলেন তাঁর বিশুদ্ধ বুদ্ধিবৃত্তি, সুনির্মল ফিতরত, জীবন ও যিন্দিগির অর্জিত অভিজ্ঞতা আর মানুষের সঙ্গে তার জানা-শোনার ওপর ভিত্তি করে।

কিন্তু ব্যাপারটি ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর তাই কেবল অভিজ্ঞতাপ্রসূত জ্ঞান আর স্বীয় বুদ্ধিবৃত্তির ওপরই তিনি এটাকে একেবারে ছেড়ে দিতে পছন্দ করছিলেন না। আর তাই তাঁর দরকার ছিল এখন এমন একজন লোক- পৃথিবীর তাবৎ ধর্ম আর ধর্মীয় ইতিহাস সম্পর্কে যার যথেষ্ট জ্ঞান রয়েছে। নবুওত ও আস সারাতুন আম্বিয়ায়ে কিরাম সম্পর্কে যার সম্যক অবগতি রয়েছে। আহলে কিতাব- যাদের কাছে আম্বিয়ায়ে কিরামের সংবাদ রয়েছে- এর সঙ্গে তার চেনা-জানা ও ভালো সম্পর্ক থাকবে।

আর তাই তিনি বেশ ভেবেচিন্তে দেখলেন এ ক্ষেত্রে তাকে কেবল তাঁর চাচাতো ভাই বিজ্ঞ আলিম ওয়ারাকা বিন নওফলই সাহায্যের যথেষ্ট উপযুক্ত। তাই তিনি রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন।

রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ারাকা বিন নওফলকে নিজের দেখা সবকিছু খুলে বললেন। এসব কিছু শুনে ওয়ারাকা বলে উঠলেন ঐ সত্তার কসম- যার কুদরতি হাতে আমার প্রাণ! আপনি এই উম্মতের নবী। আপনার কাছে সেই মহান দূত এসেছেন, যিনি ইতঃপূর্বে এসেছিলেন আল্লাহর নবী মূসা আ. এর কাছে। নিশ্চয়ই আপনার কওম আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে। আপনাকে কষ্ট দিবে। আপনাকে বের করে দিবে। আর আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে।

যখন ওয়ারাকার মুখ থেকে ‘তারা আপনাকে এই শহর থেকে বের করে দিবে’ এই কথাটি শুনলেন তখন তিনি ভারি বিস্মিত হলেন। কেননা কুরাইশরা তাকে যে কতটা সম্মানের চোখে দেখে, সে সম্পর্কে তিনি খুব জানতেন। আর সেই এত বেশি ইয্যত আর সম্মানের কারণে তাকে ডাক দিলে ‘সত্যবাদী’ কিংবা ‘আমীন’ ছাড়া অন্য নামে ডাকেই না। তাই তিনি আশ্চর্য হয়ে বললেন, তারা আমাকে বের করে দিবে?

ওয়ারাকা বললেন, আপনি যা নিয়ে এসেছেন- অতীতেই যখনই যে-ই তা নিয়ে এসেছে, মানুষ তখন তার সঙ্গে দুশমনি করেছে এবং তার বিরুদ্ধে যুদ্ধ করেছে। যদি আমার হায়াত লম্বা হয়, আর আমি সেই দিনটি পাই- তবে আমি আপনাকে শক্তিশালী সাহায্য করব। অতঃপর কিছুদিন ওহী বন্ধ থেকে আবার চলতে শুরু করল। কুরআনে কারীমের আয়াত একটির পর একটি অবতীর্ণ হতে লাগল

আবু হুরায়রা (রা.) এর জীবনী

নবীজি স. এর জীবনী

সাহাবীদের জীবনী

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল

Leave a Comment