ওযু ভঙ্গের কারণসমূহ
১। পেশাব অথবা পায়খানার রাস্তা দিয়ে কোন কিছু বের হওয়া।
২। শরীরের কোন অঙ্গ হতে প্রবাহমান নাপাক বের হয়ে এমন স্থানে গড়িয়ে পড়া যে স্থানে অজু-গোসলের মধ্যে ধৌত করা ফরজ।
৩। মুখ ভরে বমি করা চাই তা পানি, খাদ্য, বা পিত্ত হোক কিংবা জমাট রক্ত। এসব কারণে ওযু ভঙ্গ হয়ে যাবে। জমিতে কফ বের হলে ওযু ভঙ্গ হয় না। তবে ইমাম আবু ইউসুফ রহ.এর মতে মুখ ভরে কফ বের হলে ওযু ভঙ্গ হয়ে যায়।
৪। থুথুর সাথে রক্ত বেরিয়ে আসলে। রক্ত যদি থুথুকে লাল বর্ণ করে দেয় তাহলে ওযু ভঙ্গ হয়ে যাবে।
৫। চিত বা কাত হয়ে এমন বস্তুর সঙ্গে হেলান দিয়ে ঘুমালে যা সরিয়ে নিলে লোকটি পড়ে যাবে, তাহলে ওযু ভঙ্গ হয়ে যাবে।
দাঁড়িয়ে কিংবা বসে হেলান না দিয়ে ঘুমালে, রুকু এবং সিজদার মধ্যে সুন্নত তরিকায় থেকে ঘুমালে ওযু ভঙ্গ হবে না।
৬। পাগল, মাতাল ও বেহুশ হয়ে গেলে সর্বাবস্থায় ওযু ভঙ্গ হয়ে যাবে।
৭। প্রাপ্তবয়স্ক পুরুষ রুকু সেজদা বিশিষ্ঠ নামাযে অট্টহাসি হাসলে ওযু ভঙ্গ হয়ে যাবে।