কখন থেকে রোজা ফরয হয়েছে?

কখন থেকে রোজা ফরয হয়েছে? : হিজরী দ্বিতীয় বর্ষে রমযানের রোযা ফরয হয়। আর এটা তখনই হয়েছিল- যখন ঈমান ও বিশ্বাস মুসলমানদের অন্তরে বন্ধমূল হয়ে গিয়েছিল। যখন ইবাদত আর আনুগত্যের পথে তারা অনেক দূর হেঁটে পুরোপুরি অভ্যস্ত হয়ে পড়েছিল। সবকিছু গ্রহণ করে নেওয়ার মতো একটা যোগ্যতা তাদের ভেতরে তৈরি হয়ে গিয়েছিল। যেন এটা আগ থেকেই তাদের সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া ছিল। আল্লাহ তাআলা নাযিল করলেন:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتب عَلَيْكُمُ الصَّيَامُ كَمَا كُتب على الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

অর্থাৎ হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার। [সূরা বাকারা: ১৮৩]

আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন,

شَهرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى للنَّاسِ وبَيِّنَاتِ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَن تَشَهِدَ

منكُمُ الشهرَ فَلْيَصُمْهُ

অর্থাৎ রমযান মাসই হল সে মাস, যাতে নাযিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হিদায়াত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসের রোযা রাখবে।৩২ [সূরা বাকারা: ১৮৫]

রোজার মাসআলা মাসায়েল সম্পর্কে

কিডনি রোগের লক্ষণ ও করণীয়

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল

Leave a Comment