টাক পড়া মাথায় চুল গজানোর ঔষধ
শারীরিক রোগ অথবা পরিবেশগত কারণে অনেকের মাথা থেকে চুল উঠে টাক পড়ে যায়। যাদের চুল পড়ে যায় তাদের চেহারা অন্যরকম দেখা যায় সাধারণ মানুষের যেই সৌন্দর্য থাকে, সেই সৌন্দর্য তার মধ্যে থাকে না। তাকে বলে টেকে মাথা। চুল গজানোর কিছু নিয়ম বা পদ্ধতির বিষয় নিচে উল্লেখ করা হলো, এটি প্রয়োগ করলে ইনশাল্লাহ্ টেকো মাথায় চুল গজাবে।
১। রসুন বেটে প্রলেপ দিলে টাক পড়া রোগ আরোগ্য হয়ে নতুন চুল গজায়।
২। গাভী দোহনকালে দুধের যে ফেনা হয়, সে ফেনার সাথে একটু চিনি মিশিয়ে টাকে মালিশ করবে। মাস খানেক এরুপ করলে টাক পড়া রোগ আরোগ্য হয়।
৩। চার থেকে পাঁচটি সুপারি কুচি কুচি করে কেটে পানিতে ভালোভাবে সিদ্ধ করে সে পানি দ্বারা বেশ করে মাথা ধৌত করে মাথায় পেঁয়াজের রস মেখে দিলে টাক পড়া রোগ আরোগ্য হয়।
৪। পুরাতন সাজিনা গাছের ছালের রস মাথায় মালিশ করলে মাথার টাক রোগ আরোগ্য হয় টাকে চুল গজায়।