নামাজের মধ্যে সুন্নাতে মুয়াক্কাদা ১২টি কি? কি?

নামাজের মধ্যে সুন্নাতে মুয়াক্কাদা ১২টি

১। দুই হাত উঠানো

২। দুই হাত বাধা।

৩। ছানা পড়া।

৪। আউযুবিল্লাহ পড়া।

৫। বিসমিল্লাহ পড়া।

৬। সূরা ফাতিহার পর আমিন বলা।

৭। প্রত্যেক উঠা বসার সময় আল্লাহু আকবার বলা।

৮। রুকুর তাসবীহ বলা।

৯। রুকু থেকে উঠার “সময় সামিআল্লাহু লিমান হামিদাহ্ – রব্বানা লাকাল হামদ্” বলা ।

১০। সিজদার তাসবীহ পড়া।

১১। দরুদ শরীফ পড়া।

১২। দোয়ায়ে মাসুরা পড়া।

এগুলো নামাজের মধ্যে সুন্নাতে মুয়াক্কাদা। যদি কারো ভুলবশত সুন্নাতে মুয়াক্কাদা ভুল হয়, তবু তার নামায আদায় হয়ে যাবে। সেজদায় সাহু দেওয়া লাগবে না।

তবে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া উচিত নয়। কেননা রাসূলুল্লাহ (স.) বলেন যে ব্যক্তি আমার একটা সুন্নাত মজ্বুত ভাবে আকড়ে ধরে (আমল করে) আমার উম্মতের মধ্যে ফাসাদ সৃষ্টি হওয়ার পর (আইয়ামে জাহেলিয়াতের যুগে) তাহলে তাকে ১০০ শহীদের সওয়াব দেওয়া হবে। সুতরাং আসুন আমরা সুন্নাত গুরুত্ব সহকারে আদায় করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন

নামাজের মধ্যে সুন্নাতে মুয়াক্কাদা ১২টি

নামাজের মাসআলা

আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করুন

Leave a Comment