বেদাতি ইমামের পিছনে নামায
আজকাল বিদ’আতীদের আকীদা বিশ্বাস শেরেক পর্যন্ত পৌঁছে গেছে। এজন্য তাদের পেছনে নামাজ হয় না। তবে যদি কোন বেদাতি শেরেকি আক্বীদা বা বিশ্বাস পোষণ না বরং একত্ববাদী হয় শুধু মৃত্যুর পরে তৃতীয় এবং ৪০ দিনের অনুষ্ঠান করা এবং এ ধরনের বেদাত কাজে লিপ্ত থাকে তাহলে তার ইমামতি মাকরুর তাহরিমি। ( আহসানুল ফাতাওয়া খন্ড ৩৯০ পৃষ্ঠা)