মসজিদের ভেতরে মাইকে আযান দেওয়া জায়েজ আছে কি?

মসজিদের ভেতরে মাইকে আযান দেওয়া জায়েজ আছে কি?

উত্তরঃ মসজিদের ভিতরে আজান দেয়া নিষিদ্ধ হওয়ার কারণ হল, আযান দেওয়ার সময় আযান দেওয়া হয় অনুপস্থিত এবং দূরের লোকদেরকে মসজিদে হাজির হয়ে নামাজ পড়ার জন্য। আর মসজিদের ভেতরে আজান দিলে আযানের উদ্দেশ্য অর্জিত হয় না। এমন না যে বিনা কারণে মসজিদে আযান দেওয়া নিষিদ্ধ হয়েছে,

অন্যথায় জুমার দ্বিতীয় আযান মসজিদে দেওয়া যেতে পারে। অতএব, হর্ণ মসজিদের বাহিরে থাকলে মসজিদের ভেতরে আজান দিলে এবং অনুপস্থিত লোকদের কাছে আযানের আওয়াজ পৌঁছলে, মসজিদের ভিতরে এভাবেও আযান দেওয়া জায়েজ আছে। গ্রন্থের ভাষায় এটাই বোধগম্য হয়।

( ফতোয়ায়ে আলমগীরী প্রথম খন্ড 55 পৃষ্ঠা)

দীর্ঘ সময় সহবাস করার উপায় বা সহবাসের স্থায়িত্বকাল বাড়ানোর পদ্ধতি

বীর্য ঘন করার ঔষধ তৈরির পদ্ধতি

আমাদের ইউটিউব চ্যানেল

Leave a Comment