মুসলমানদের জন্য আমেরিকা ও চীনের সুদ জায়েজ

দারুল হারব (বিধর্মী রাষ্ট্র) এ বসবাসকারী মুসলমানদের জন্য ওই দেশের সরকারি ব্যাংক অথবা অন্য কোন অমুসলিমদের সুদ হালাল না। সুতরাং হিন্দুস্থানকে যদি দারুল হারব ধরা হয়, তবুও হিন্দুস্তানি মুসলমানদের জন্য সেখানকার সরকারি ব্যাংক অথবা অন্য কোনো সাধারণ অমুসলিম থেকে সুদ নেওয়া এবং তা ভক্ষণ করা হালাল না।

তবে অন্য কোনো অমুসলিম দেশের ব্যাঙ্ক অথবা সেখানকার অমুসলিম থেকে তাদের সম্মতিক্রমে সুদ নেওয়া জায়েজ আছে।

সুতরাং হিন্দুস্তানি অথবা বাংলাদেশি মুসলমানদের জন্য চীন, আমেরিকা, জার্মানি, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড ইত্যাদি অস্থায়ীভাবে অবস্থান করে সুদ নেওয়া নিসন্দেহে জায়েজ এবং হালাল।

অনুরূপভাবে ভারত অথবা বাংলাদেশের কোন মুসলমানের জন্য সেখানকার চীন-আমেরিকা ইত্যাদি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করে লাভবান হওয়া জায়েয আছেভ (সারকথা ইমদাদুল ফতোয়া ৩/১৫৭)

যে চারটি কারণে গোসল ফরয হয়

আমাদের ইউটিউব চ্যানেল

Leave a Comment