হযরত যায়েদ ইবনে খালেদ জুহানী রা. এর সংক্ষিপ্ত জীবনী

হযরত যায়েদ ইবনে খালেদ জুহানী রা. এর সংক্ষিপ্ত জীবনী

নাম : যায়েদ ।

উপনাম : আবু আব্দুর রহমান ও আবু তালহা ।

পিতার নাম : খালিদ ।

নিসবত : জুহানী ।

জন্ম : তিনি হিজরতের সাত বছর পূর্বে মদীনায় জন্মগ্রহণ করেন এবং ৬ষ্ঠ হিজরীতে হুদাইবিয়ার সন্ধির পূর্বে ইসলাম গ্রহণ করেন ।

হাদীস বর্ণনায় তাঁর অবদান : তিনি সর্বমোট ৮১ টি হাদীস রেওয়ায়েত করেছেন । প্রসিদ্ধ হাদীসের কিতাবসমূহে তাঁর বর্ণিত রেওয়ায়েত সমূহ বিদ্যমান । ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তাঁর বর্ণিত ৫টি হাদীস বুখার শরীফে উল্লেখ করেছেন ।

মৃত্যু : তিনি ৮৫ বছর বয়সে ৭৮ হিজরী সনে মদীনায় ইন্তেকাল করেন কারো মতে তিনি কৃষ্ণায় ইন্তেকাল করেন ।

তথ্যসূত্র-

১. উসদুল গাবা ২/২৪২, ২. আলইসাবা ১/৫৬৫, ৩. তাযকিরা ১/৩৭।

Leave a Comment