রাসূলের বিরুদ্ধে কুরাইশদের সর্বশেষ ষড়যন্ত্র
যখন কুরাইশরা দেখল যে, মদীনাতে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একদল আনসার ও আসহাব তৈরি হয়ে গিয়েছে- যাদের ওপর তাদের কোনো ক্ষমতাই নেই- তখন তারা ভয় পেয়ে গেল যে, এখন যদি স্বয়ং রাসূলে আকরামও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদীনায় চলে যান, তবে তখন তাদের নীরব দর্শক হয়ে বসে থাকা ছাড়া আর কিছুই করার থাকবে না। তখন তারা তাকে কিছুই বলতে পারবে না।
তখন তারা কুসাই ইবনে কিলাবের ঘর ‘দারুন নদওয়া’ তে সমবেত হলো। কুরাইশরা তাদের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তের জন্য এই ঘরে এসে জমা হতো। তাই বরাবরের মতো তারা এবারও এখানে এসে সমবেত হলো, এবং রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বিরুদ্ধে করণীয় সম্পর্কে পরামর্শ করতে লাগল।
পরিশেষে তাদের মধ্যে সিদ্ধান্ত হলো- প্রত্যেক কবীলা থেকে একজন করে শক্তিঙ্গালী ও উচ্চ বংশীয় মর্যাদাসম্পন্ন যুবক একত্র হয়ে তারা রাতের বেলায় একসঙ্গে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওপর ঝাঁপিয়ে পড়ে মুহূর্তে তাকে শেষ করে দিবে। এতে করে তাঁর রক্তের বদলা আরবের সমস্ত কবীলার মাঝে ভাগ হয়ে পড়বে। তখন বনু আবদে মানাফ আরবের এতগুলো কবীলার বিরুদ্ধে লড়াই করার সাহস করবে না।
এদিকে আল্লাহ তাআলা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কুরাইশদের এই ষড়যন্ত্রের কথা জানিয়ে দিলেন। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী ইবনে আবী তালিব রা. কে নির্দেশ দিলেন তাঁর চাদর মুড়ি দিয়ে তাঁর বিছানায় রাতে শুয়ে থাকতে। আর সঙ্গে সঙ্গে তিনি বলেও দিলেন- তোমার পছন্দ হয় না এমন কিছুই হবে না।
ওদিকে আল্লাহর নবীর ওপর আক্রমণের জন্য কুরাইশের নির্ধারিত দলটি নবীজীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরের চারপাশে এসে সমবেত হলো। তিনি ঘর থেকে বের হয়ে এক মুষ্টি মাটি নিলেন। আল্লাহ তাআলা তখন তাদের চোখ থেকে নবীজীকে উঠিয়ে নিলেন। ফলে তিনি তাদের প্রত্যেকের মাথায় সেই মাটি ছুঁড়তে লাগলেন। আর তাঁর যবানে ছিল সূরা ইয়াসীনের প্রথম থেকে এই পর্যন্ত আয়াতগুলো:
فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ
অর্থাৎ আর আমি তাদেরকে ঢেকে ফেললাম; ফলে তারা দেখে না। (সূরা ইয়াসীন: ৯]
হঠাৎ একলোক এসে তাদেরকে জিজ্ঞাসা করল, তোমরা এখানে কী করছ? তারা বলল, মুহাম্মাদের অপেক্ষা করছি। সে বলল, আল্লাহ তোমাদেরকে ব্যর্থ করে দিয়েছেন। খোদার কসম! তিনি তো ইতোমধ্যেই বের হয়ে গেছেন। তখন তারা ঘরে ঢুকে আলী রা. কে বিছানায় ঘুমন্ত দেখল। এতে তাদের সন্দেহ ছিল না যে- ইনিই হবেন আল্লাহর রাসূল। সকালে আলী রা. বিছানা থেকে উঠে দাঁড়ালে তারা ভীষণ লজ্জিত হলো এবং ব্যর্থ হয়ে বাড়িতে ফিরে গেল।