সুন্দর সন্তান জন্ম নেয়ার পদ্ধতি
দুনিয়ার সকলেই চায় যে, তার সন্তানটি খুব সুন্দর ও সুশ্রী হক। এ বিষয়ে বিজ্ঞগণ বলেন, যদি কেউ তার সন্তান সুন্দর ও সুশ্রী হওয়ার কামনা করে, তাহলে স্ত্রীর সাথে সহবাসের সময় সুন্দর ও সুশ্রী চেহারা বিশিষ্ট সন্তানের ছবি সহবাসের স্থানে রাখবে,
যেন সে মুহূর্তে স্ত্রীর দৃষ্টি সে সুন্দর আকৃতির ছেলের পটোর দিকে পরে। আর সহবাসকালে তা দেখলে অবশ্যই তার সন্তার সুশ্রী ও সুন্দার হবে।
এক্ষেত্রে একটি মাসআলা স্মরণ রাখতে হবে যে, কোনো মহিলার জন্য যাদের সাথে বিবাহ হারাম এমন কোনো পুরুষ বা তাদের ছবি দেখা জায়েয নেই। সুতরাং বিশেষ মুহূর্তে যদি কোনো ফটো রাখতে চা, তাহলে অপ্রাপ্ত বয়সের বালকদের পটো রাখতে হবে। অন্যথায় উভয়ে গেনাহগার হবে।