হায়েয ও নেফাসের সময় কত দিন
উত্তর : হায়েযের সর্বনিম্ন সময় হল তিন দিন। আর সর্বোচ্চ সময় হল দশ দিন। নেফাসের সর্বোচ্ছ সময় ৪০দিন। আর নিম্ন কোন সময় সীমা নেই।তবে উল্লেখিত মেয়াদের মধ্যে সাদা রং ব্যতীত অন্য যে কোন রং-এর রক্ত বের হোক না কেন তা হায়েয ও নেফাস বলে গণ্য হবে।
দুই হায়েযের মাঝে পবিত্র থাকার সময় সর্ব নিম্ন ১৫দিন এবং উর্ধের কোন সীমা নেই।