Narrow selection

ইস্তিঞ্জা অর্থ কি? এস্তেঞ্জার মাসআলা


06:34:19 12/03/2023

ইস্তিঞ্জা অর্থ কি? এস্তেঞ্জার মাসআলা

পেশাব বা পায়খানার রাস্তা থেকে নির্গত অপবিত্রতা পানি দ্বারা দূর করাকে ইস্তিঞ্জা বলে

এস্তেঞ্জার মাসআলা

মাসআলা : পেশাব পায়খানার পর মলদ্বার এবং লজ্জাস্থান খুব ভালভাবে ধুয়ে নিয়ে যাতে নিশ্চিতভাবে নাপাকি দূর হয়ে যায়। কমপক্ষে তিনবার অবশ্যই ধৌত করবে। যদি তাতেও নাপাকি দূর না হয় তবে নিশ্চিত হওয়া পর্যন্ত আরো ভালভাবে ধৌত করবে। ডান হাতে কখনো এস্তেঞ্জা করবে না। পেশাব পায়খানা এবং ইস্তিঞ্জা র সময় কিবলার দিকে মুখ করে বা পিঠ দিয়ে বসা নিষেধ।

মাসআলা : পেশাব পায়খানা করার সময় কখনো কথা বলবে না। রাস্তাঘাট এবং লোকদের উঠাবসার জায়গায় এবং পুকুরের ঘাটে পেশাব পায়খানা করা নিষেধ।

মাসআলা : হাড়, গোবর এবং এমন কোন জিনিস দ্বারা ঢিলা কুলুখ ব্যবহার করবে না, যা মানুষ অথবা অন্য কোন জন্তুর খাদ্য।

 

কুপের পানি সংক্রান্ত মাসাআল

কোন কুপে যদি ভারী নাপাক  অথবা হালকা নাপাক পড়ে অথবা প্রবাহিত রক্ত বিশিষ্ট কোন জন্তু পড়ে মরে যায় অথবা এমন জন্তু পড়ে মরে যায়, যার ঝুটা নাপাক, তাহলে কুয়ার পানি নাপাক হয়ে যাবে এমতাবস্থায় কুপের সম্পূর্ণ পানি ফেলে দিয়ে কুপ পবিত্র করতে হবে।

যদি মানুষ, বকরী, অথবা অনুরূপ আকারের বা তার চেয়ে বড় কোন প্রাণী কুপে পড়ে মরে যায় অথবা প্রবাহিত রক্ত বিশিষ্ট কোন জন্তু কুয়ায় মরে ফুলে যায় বা ফেটে যায়, তা ছোটই হোক বা বড় হোক। এসব ক্ষেত্রে কুপের সম্পূর্ণ পানি তুলে ফেলতে হবে।

সম্পূর্ণ পানি বের করার অর্থ এই যে, এতটুকু পানি যেন অবশিষ্ট না থাকে যে, বালতি দিয়ে উঠাতে গেলে আধা বালতি পরিমাণ পানি উঠে।

মাসআলা : কবুতর, বিড়াল, মুরগী অথবা তার সমান আকারের কোন প্রাণী কুয়ায় পড়ে মরেছে কিন্তু ফুলে যায়নি বা ফেটে যায়নি, তাহলে চল্লিশ বালতি পানি কুপ থেকে তুলে ফেলতে হবে। অবশ্য ষাট বালতি পানি উঠিয়ে নেয়া উত্তম ।

মাসআলা : ইঁদুর, চড়ুই অথবা তার সমান আকারের কোন প্রাণী কুয়ায় পড়ে মরে গেলে বিশ বালতি পানি তুলে ফেলতে হবে। অবশ্য ত্রিশ বালতি পানি তুলে ফেলা উত্তম।


No comments yet


Leave a comment

 


Name *:



Design theme color

Primary color


Alternative color