অপবিত্র জিনিস পবিত্র করার উপায়
06:24:05 12/03/2023
বিভিন্ন বস্তু পাক করার পদ্ধতি : গাঢ় বা তরল যে কোন প্রকার নাপাকি শরীরে বা কাপড়ে লেগে গেলে, তা ধুয়ে নিলেই পাক হয়ে যায় ।
মাসআলা : পায়খানা, রক্ত ইত্যাদি ধরনের গাঢ় নাপাক লেগে শুকিয়ে গেলে দেখা যায়, প্রয়োজন অনুযায়ী তা ধুয়ে দূর করতে হবে, তাহলেই কাপড় বা শরীর পাক হয়ে যাবে। তবে তিনবারের কম ধোয়ার দ্বারা পাক হয়ে গেলেও তিনবার ধৌত করে নেয়া উত্তম।
মাসআলা : কয়েকবার ধোয়ার পরও গন্ধ বা সামান্য দাগ থেকে গেলে কাপড় পাক হয়ে যাবে । দাগ বা গন্ধ দূর করা আবশ্যক নয়, তবে সাপাকি অবশ্যই দূর করতে হবে।
মাসআলা : যদি কাপড় ইত্যাদিতে এমন তরল নাপাক লাগে যা শুকিয়ে গেলে দেখা যায় না [যেমন, পেশাব] তবে প্রতিবার ভালভাবে নিংড়ানোসহ তিনবার ধুয়ে নিলে তা পাক হয়ে যাবে।
মাসআলা : লেপ, কার্পেট, চাটাই ইত্যাদি যা নিংড়ানো সম্ভব নয়। সেগুলো পাক করার পদ্ধতি হলো, তিনবার তা ধুয়ে নিবে এবং প্রতিবার পানি ঝরা বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। এভাবে তিনবার ধুলেই তা পাক হয়ে যাবে।
মাসআলা : চামড়ার জুতা, ব্যাগ ইত্যাদিতে গোবর, পায়খানা ও রক্ত জাতীয় গাঢ় নাপাকি লেগে শুকিয়ে গেলে বা ভিজা থাকলে মাটিতে ঘষে বা অন্যভাবে নাপাকি দূর করে নিলেই পাক হয়ে যাবে। পক্ষান্তরে পেশাব জাতীয় তরল পদার্থ লাগলে তা ধোয়া ছাড়া পাক হবে না।
মাসআলা : কাঁচ, স্বর্ণ, রৌপ্য, তামা, লোহা ইত্যাদি। মসৃণ জিনিসে নাপাকি লাগলে, ভালভাবে ঘষে, মুছে বা মাটি দ্বারা মেজে নিলে তা পাক হয়ে যাবে। কিন্তু নকশাদার জিনিস হলে ধোয়া ছাড়া পাক হবে না। কেননা, নকশার ভিতরে আটকে থাকা নাপাকি ঘষা মাজার দ্বারা পরিষ্কার হয় না।
মাসআলা : মাটিতে নাপাকি পড়ে যদি এমনভাবে শুকিয়ে যায় যে, নাপাকির নাম গন্ধও বাকী নেই, তবে ঐ মাটি পাক হয়ে যাবে এবং তাতে নামায পড়া জায়েয হবে। তবে তা দ্বারা তায়াম্মুম করা জায়েয নেই ।
চুনা, সিমেণ্ট মাটির সাথে গেঁথে দেয়া ইট পাথরেরও একই হুকুম অর্থাৎ ভালভাবে শুকিয়ে নিলে নাপাকি দূর হলে পাক হয়ে যাবে। কিন্তু আগলা ইট, পাথর শুধু শুকিয়ে গেলেও পাক হবে না। বরং ধোয়া আবশ্যক হবে।
মাসআলা : নাপাক মাটি দ্বারা তৈরী হাড়ি-পাতিল কাঁচা অবস্থায়. নাপাক থাকলেও পোড়ানোর পর তা পাক হয়ে যাবে।
মাসআলা : মাটির নতুন পাত্র যেহেতু নাপাকি শুষে নেয় শুধু ধোয়ার দ্বারা পাক হবে না। বরং তাতে পানি ভরে রেখে দিবে যখন নাপাকির আলামত পানিতে এসে যাবে তখন পানি ফেলে দিয়ে পুনরায় ভরে রাখবে। এভাবে নাপাকির গন্ধ ও নিশানা নিঃশেষ হওয়া পর্যন্ত করতে থাকবে। তবেই তা পাক হবে।
মাসআলা : নাপাক রং দ্বারা রঞ্জিত কাপড় পাক করার জন্য এ পরিমাণ ধুয়ে নিতে হবে, যাতে নিংড়ানোর সময় পরিষ্কার পানি বের হয়। রং উঠিয়ে ফেলা জরুরী নয়।
মাসআলা : নাপাক তেল বা চর্বি শরীরে বা কাপড়ে লাগলে এ পরিমাণ ধুয়ে নিবে, যাতে ধোয়া পানি পরিষ্কার দেখা যায়। তবেই শরীর বা কাপড় পাক হয়ে যাবে । তৈলক্ততা বাকি থাকলেও কোন ক্ষতি নেই ।
মাসআলা : ভিজা পায়জামা, লুঙ্গি পরিহিত অবস্থায় বায়ু নির্গত হলে ভিজা কাপড় নাপাক হবে না।