যিনাকারীর পাপের শাস্তি কি?
যিনাকারীর পাপের শাস্তি কি? প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, একবার জিনা করলে উভয়ই ৭০ হাজার বসর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ওই সময় যিনাকারীর উপর যন্ত্রণাদায়ক আজাব শুরু হবে। যিনাকারীকে যখন জাহান্নামে উপস্থিত করা হবে, তখন আগুন দ্বারা তার পেটের মধ্যে একটি সন্তান তৈরি করা হবে। অল্প সময়ের মধ্যে তা বড় হয়ে পেট ফেটে যাওয়ার উপক্রম …