অনুপ্রেরণার বাণী যা আপনার জীবনকে সফল করে দেবে

সফলতার ৭টি বাণী যা আপনার জীবনকে পাল্টে দেবে

১। স্বপ্ন দেখেই শুধু সফল হওয়া যায় না। সফল হতে হলে কঠোর পরিশ্রম এবং তীক্ষ্ণ মেধা শক্তি দরকার।

২। তুমি কি সফল হতে চাও, তাহলে এখন-ই পরিকল্পনা করো। এবং পরিশ্রম করা শুরু করে দাও। আগামীকালের জন্য রেখো না, তাহলে সফলতা তোমার স্বপ্নই থেকে যাবে।

৩। সফল ব্যক্তিরা অন্যের ব্যর্থতা থেকেও সেখে, শুধু নিজের ভুল থেকে শেখে না।

৪। সফল ব্যক্তিরা একই ভুল বারবার করে না। একবার ভুল হলে সে ভুল দ্বিতীয়বার করা ব্যর্থতারই কারণ।

৫। তুমি সফল হতে চাও? পিপীলিকা থেকে শিক্ষা গ্রহণ করো। সে অবিরাম পরিশ্রম করে যায়, কখনো সে ক্লান্ত হয় না তার লক্ষ্যে পৌঁছে না পর্যন্ত।

৬। তুমি নিজেকে খুব বেশি বুদ্ধিমান মনে করো না। তোমার থেকে একটা মাকড়সাও বুদ্ধিমান। কারণ সে কত সুন্দর করে জাল বুনন করে যা তুমি হয়তো পারবে না।

৭। প্রকৃত সফল ঐ ব্যক্তি যে কেয়ামতের দিন (বিচার দিবসে) জাহান্নাম থেকে রক্ষা পেয়ে বিনা হিসেবে জান্নাত লাভ করবে।

অনুপ্রেরণার বাণী যা আপনার জীবনকে সফল করে দেবে

সফলতার শ্রেষ্ঠ বাণী

আমাদের চ্যানেল ভিজিট করুন

Leave a Comment