অপরাধীরা পুনরায় পৃথিবীতে আসার কামনা করবে

অপরাধীরা পুনরায় পৃথিবীতে আসার কামনা করবে

কুরআনুল কারিমে বর্ণিত হয়েছে, হে রাসূল (স.) আপনি যদি তাদের সে সময় দেখেন যখন তাদের জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে।  তখন তারা বলবে হায়! যদি কোনো উপায়ে পৃথিবীতে ফিরে যেতে পারতাম।  তাহলে আল্লাহর আয়াত কে মিথ্যা প্রতিপন্ন করতাম না। এবং ঈমানদারদের সাথে সামিল হয়ে যেতাম।

যে সত্যকে তারা এতদিন চাপা দিয়ে রেখেছিল তা বাস্তবে রূপ ধারণ করে সামনে উপস্থিত হবার দরুন তারা এরূপ বলবে।  নতুবা তাদের আবার আগের জীবনে ফিরিয়ে দিলে আবার তারা সেসব কাজই করবে যা করতে তাদের নিষেধ করা হয়েছিল। তারা তো মিথ্যাবাদী। তারা বলত যে দুনিয়ায় জীবনই একমাত্র জীবন, মৃত্যুর পরে আর কখনো জীবিত হবনা।

আপনি যদি তখনকার দৃশ্যও দেখেন, যখন তারা তাদের রবের সামনে দন্ডায়মান হবে তাদের রব তাদের জিজ্ঞেস করবেন, ‘এসব কি বাস্তব সত্য নয়?’ আল্লাহ তখন বলবেন, ‘আজ অস্বিকার করার দরুন শাস্তি ভোগ কর’ আল্লাহর সামনে উপস্থিত হবার খবরটিকে যারা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিল, তারা আজ ক্ষতির সম্মুখীন। হঠাৎ যখন নির্দিষ্ট সময়ে এসে যাবে তখন তারা বলবেঃ বড় দুঃখের কথা আমাদের বিরাট ভুল হয়ে গেছে।

নিজেদের পিঠে সেদিন তারা গুনাহের বোঝা নিয়ে চলবে। দেখো দেখ কেমন মন্দ বোঝা এরা বইছে।  (সূরা আল-ইমরান ২৭ থেকে ৩১)

অপরাধীরা পুনরায় পৃথিবীতে আসার কামনা

মৃত্যু যন্ত্রণা সম্পর্কে ঈসা (আ.) এর ঘটনা

ইউটিউব

Leave a Comment