ইসলামের দৃষ্টিতে এলকোহল এবং স্প্রিট এর হুকুম কী?

ইসলামের দৃষ্টিতে এলকোহল এবং স্প্রিট এর হুকুম কী?

এলকোহল বা স্প্রিট যদি  কাঁছা আঙ্গুরের রস  থেকে বানানো হয়, তাহলে তা নাপাক কোন জিনিসেই তা ব্যবহার করা জায়েজ নেই যদি কাপড়ে এক টাকা কয়েন পরিমাণ লেগে যায় তাহলে কাপড় নাপাক হয়ে যাবে আর যদি আঙ্গুর ব্যতীত অন্য জিনিস যেমন আখ, গম, চাল, আলু, গাজর, মুলা, লাউ, টমেটো, শালগম ইত্যাদি দিয়ে বানানো হয়, তাহলে তা পানীয় হিসেবে পান করা জায়েজ নেই, কিন্তু ঔষধ এবং আতর হিসেবে ব্যবহার করা যাবে যদি এই নিম্নোক্ত অ্যালকোহল কাপড়ের এক-চতুর্থাংশের কোন জায়গায় লেগে যায় তাহলে কাপড় নাপাক হবে না

এরকম অ্যালকোহল এর ব্যবসা করা শরীয়াতে জায়েজ আছে, সুতরাং ইনজেকশন দেওয়ার সময় বা অন্য কোন কাজে ব্যবহার করার সময় যদি এ ধরনের স্প্রিট কাপড়ে লেগে যায় তাহলে নাপাক হবে না সেন্ট, আতর, ষুধেও এজাতীয় অ্যালকোহল দেওয়া জায়ে আছে

(ঈযাহুন্নাওয়াদের: প্রথম খন্ড ১৩৫-১৩৬)

বীর্য ঘন করার ঔষধ তৈরির পদ্ধতি

আমাদের ইউটিউব চ্যানেল

Leave a Comment