একটি উপদেশমূলক ঘটনা
জনৈক মহিলা এক ব্যক্তিকে প্রশ্ন করল, আমাদের সন্তান কালো হয় কেন? সে লোকটি জবাবে বলল সহবাসের সময় স্বামী তার স্ত্রীর দিকে রাগতস্বরে তাকায় এবং স্ত্রীর স্বামী দিকে রাগান্বিত হয়ে দৃষ্টিপাত করে। আর যে জীবন জ্বলন্ত অবস্থায় সৃষ্টি হয়, তা কালোই হওয়া স্বাভাবিক।
বাচ্চা সুন্দর ও সুশ্রী হওয়ার পদ্ধতি
জ্ঞানী ব্যক্তিরা বলে থাকেন, কোনো মহিলা যদি গর্ভবতী থাকাকালীন সময়ে যাবতীয় দুঃখকষ্ট থেকে দুরে থাকে, তাহলে তার থেকে যে সন্তান জন্ম নিবে, তা সুন্দর ও সুশ্রী হবে।
সুন্দর ও সুশ্রী সন্তান নেওয়ার খাবার
১. গর্ভবর্তী মহিলা গর্ভকালীন সময়ে খরবুজাহ জাতীয় ফল বেশি পরিমাণে ভক্ষণ করলে সন্তান ও সুশ্রী হবে।কিন্ত ডাক্তারদের অভিমত হল, গর্ভাবস্থায় টক কমলা, চেরী ফল বেশী খেলে বাচ্চ্ সুন্দর ও সুশ্রী হবে।
২. গর্ভবতীকালীন সময়ে সাদা পোশাক পরিধান করলে এবং সাদা খাবার বেশি পরিমাণে খেলে, সন্তান সুন্দর ও সুশ্রী হবে।