করোনা ভাইরাস থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

করোনা ভাইরাস থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

করোনা ভাইরাস এক ধরনের আতঙ্ক বা মরণব্যাধি। যেটা শুরু হয়েছে চীন থেকে পরবর্তীতে এশিয়া ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে করোনা ভাইরাস নামে এই মরণব্যাধি ছড়িয়ে পড়ে।  এ পর্যন্ত সারা পৃথিবীওত ৩১১৬ জনের বেশি মানুষ মারা গেছে বলে জানা যায়।

এর মধ্যে শুধু চিনে মারা গিয়েছে ২৯৪৩ জন।  করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে নিচে উল্লেখিত দোয়াটি নিয়মিত পড়ুন, বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজ পড় পড়তে ভুলবেন না।

اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ، وَالجُنُونِ، والجُذَامِ، وسّيءِ الأَسْقامِ.

উচ্চারণ:- আল্লাহুম্মা ইন্নি আ’য়ুজুবিকা মিনাল বারাছী, ওয়াল জুনুনী ওয়াল জুযামী, ওয়া সায়্যিইল আসক্বম।

অর্থ: হে আল্লাহ, আমি তোমার নিকট ধবল, কুষ্ঠ এবং উন্মাদনা সহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই।(সুনানে আবু দাউদ)

ইসলামী জীবন

ইউটিউব

Leave a Comment