কারো নামে পশু জবেহ করা জায়েজ আছে কি?

কারো নামে পশু জবেহ করা জায়েজ আছে কি?

উত্তর: যে পশু আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়েছে, এমন জানোয়ার বিসমিল্লাহ বলে যবেহ করলেও হারাম, এমনকি, কোন পশু যবেহ করবে না কোন ব্যক্তি পশুর মালিক হওয়ার কারণে। পশুকে তার দিকে সম্পৃক্ত করে অমুকের ছাগল গরু ইত্যাদি বলা জায়েজ আছে। কিন্তু কারো সম্মান ও নৈকট্য অর্জনের উদ্দেশ্যে পশুকে তার দিকে সম্পৃক্ত করে বলা যে,অমুক পীরের ছাগল বা গরু ইত্যাদি বলা হারাম। হ্যাঁ, যদি পশু আল্লাহর ওয়াস্তে আল্লাহর নামে করে তারপর উহা কারো নামে বকশিশ করে, তাহলে কোনো অসুবিধে নেই।

অন্যের সম্মানার্থে করা হারাম অনুরূপভাবে অন্যের নাম উচ্চারণ করে যবেহ করা হারাম ( সারকথা: ফতওয়া  রশীদিয়া 549 নং পৃষ্ঠা)

কুসংস্কার

Type

Leave a Comment