হজরত আনাস (রাঃ) বলেন, নবী করীম (সঃ) বলেছেন, আল্লাহ পাকের দাওয়াতের ক্ষেত্রে এতো বেশী কষ্ট আমাকে দেওয়া হয়েছে যে, অন্য কাউকে এইরূপকষ্ট দেওয়া হয় নাই। আল্লাহ পাকের ব্যপারে এতো বেশী ভয় প্রদর্শন করা হয়েছে যে, অন্য কাউকেই এতো ভয় প্রদর্শন করা হয় নাই।
ত্রিশ দিন ত্রিশ রাত পর্যায়ক্রমে এমন অতিবাহিত হয়েছে যে, আমার এবং বেলালের নিকট এতটা খাবার ছিল না যা দ্বারা আমার পেট ভরে খাইতে পারতাম। যে পরিমাণ খাবার ছিল তা হযরত বেলাল(রঃ) বগলের নীচে লুকি রাখতে পারতেন।