বাংলাদেশে করুনা ভাইরাস যেভাবে ছড়ায়।

বাংলাদেশে করুনা ভাইরাস | যেভাবে ছড়ায় | কিভাবে নিরাপদ থাকবেন

চীন থেকে সাড়া বিশ্বে ছড়িয়ে পড়া মরণব্যধী করোনা ভাইরাসে আক্রান্তের সন্ধান পাওয়া গেল এবার বাংলাদেশেও।

স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান এখন পর্যন্ত ৩ জনের দেহে নবেল করোনা ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে।

রাজধানীর স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

রোগীদের মধ্যে দুইজন পুরুষ একজন নারী ও আক্রান্তরা সবাই ইতালি ফেরত। আক্রান্তদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে ধারনা করা হয়।

করোনা ভাইরাস যেভাবে ছড়ায়

মূলত বাতাসের  Air Droplet মাধ্যমে

হাঁচি, ও কাশির ফলে

আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে

ভাইরাস আছে এমন কোনো কিছু স্পর্শ করে হাত না ধুয়ে নাকে মুখে  বা চোখে লাগালে

পয়নিস্কাশন ব্যবস্থার মাধ্যমেও ছড়াতে পারে

করোনা ভাইরাসের লক্ষণ

সর্দি, কাশি, জ্বর, মাথাব্যাথা, গলাব্যথা,

মারাত্মক পর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া

শিশু বৃদ্ধ ও কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের নিউমোনিয়া ব্রংকাইটিস

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

এখন এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় বিস্তার রোধে প্রতিরোধের উপায়

মাঝে মাঝে সাবান পানি বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া

হাত না ধুয়ে মুখ ও নাক স্পর্শ না করা

হাসি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা

ঠান্ডা বা ফ্লু আক্রান্ত ব্যক্তির সাথে না মেশা

বন্য জন্তু কিংবা গৃহপালিত পশুকে খালি হাতে স্পর্শ না করা

মাংস ডিম খুব ভালোভাবে রান্না করা

মুখে মাস্ক ব্যবহার করা যেতে পারে

প্রচুর ফলের রস ও পানি পান করা

হাঁচি কাশি দেওয়ার পর, রোগীর শুশ্রূষা করার পর, টয়লেট করার পর, পশুপাখি কিংবা পশু পাখির মল স্পর্শ করার পর, এবং খাবার ও খাবার প্রস্তুত করার আগে ও পরে পরিষ্কার করে হাত ধুতে হবে।

S

 

Leave a Comment