সকল ক্ষমতার উৎস কি? এবং প্রশংসা করার জন্য
উত্তর: সকল প্রশংসা কেবল সেই মহান সত্তার জন্য যিনি নিজ পবিত্র সত্তায বিদ্যমান। অন্যান্য যাবতীয় বস্তু তার সৃজনের ফলে অস্তিত্ববান। অস্তিত্ব লাভ ও টিকে থাকার জন্য সবই তার মুখাপেক্ষী কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি সর্বশক্তিমান এবং তার জ্ঞান সর্বত্র বিরাজমান।