সফলতার শ্রেষ্ঠ বাণী কোরআনের বাণী

সফলতার শ্রেষ্ঠ বাণী কোরআনের বাণী

আমি বললাম…

আমি ব্যর্থ!!

আল্লাহ বলেন, ইমানদাররা সফল হয়।(সূরা মু’মিনঃ আয়াত ১)

আমি বললাম…

আমার জীবনে অনেক কষ্ট!!

আল্লাহ বলেন, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে।(সূরা আল ইনিশরাহ্ঃ আয়াত ৬)

আমি বললাম…

আমাকে কেউ সাহায্য করেনা!!

আল্লাহ বলেন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। (সূরা রুমঃ আয়াত ৪৭)

আমি বললাম…

আমি দেখতে কুৎসিত!!

আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর অবকাঠামে। (সূরা ত্বীনঃ আয়াত ৪)

আমি বললাম…

আমার কেউ নেই!

আল্লাহ বলেন, ভয় করোনা,আমি মুমিনদের সাথে আছি। (সূরা ত্বা হাঃ আয়াত ৪৬)

আমি বললাম…

আমার গোনাহ্ অনেক বেশি!!

আল্লাহ বলেন, আমি তওবাকারীদের ভালোবাসি। ( সূরা বাকারাঃ আয়াত ২২২)

আমি বললাম…

আমি সবসময়ই অসুস্থ থাকি!!

আল্লাহ বলেন, আমি কোরআন কে রোগের নিরাময় হিসেবে পাঠিয়েছি। (সূরা বনী-ইসরাঈলঃ আয়াত ৮২)

আমি বললাম…

এই দুনিয়ায় কেউ আমায় ভালোবাসেনা!!

আল্লাহ বলেন, তোমার জন্য পরকাল,ইহকাল অপেক্ষা শ্রেয়। (সূরা দূহাঃ আয়াত ৪)

আমি বললাম…..

বিজয় তো অনেক দূরে!!

আল্লাহ বলেন, আমার সাহায্য একান্তই নিকটবর্তী। (সূরা বাকারাঃ আয়াত ২১৪)

আমি বললাম….

আমার খুশি নেই!!

আল্লাহ বলেন, শীঘ্রই তোমার রব তোমায় এতো দিবেন যে,তুমি খুশি হয়ে যাবে।

( সূরা দূহাঃ আয়াত ৫)

আমি বললাম…

আমারা সব সময় হতাশ!!

আল্লাহ বলেন, তোমরা নিরাশ হয়োনা,এবং দুঃখ করোনা,তুমিই জয় লাভ করবে,যদি তুমি মু’মিন হও। (সূরা আল-ইমরানঃ আয়াত ১৩৯)

আমি বললাম….

আমার তো পরিকল্পনা সফল হচ্ছেনা!!

আল্লাহ বলেন, আমি সর্বোত্তম পরিকল্পনাকারী। (সূরা আল-ইমরানঃ আয়াত ৫৪)

আমি বললাম…

আমার কেউ নেই!!

আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার উপর ভরসা করে,আমিই তার জন্য যথেষ্ট। (সূরা তালাক্বঃ আয়াত ৩)

তোমরা আল্লাহ তা’আলার কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ্ তা’য়ালা-ই ঈমানদারদের দুনিয়া ও আখেরাতের অভিভাবক

সফলতার শ্রেষ্ঠ বাণী কোরআনের বাণী

আব্দুল্লাহ ইবনে মোবারক

আমাদের চ্যানেল ভিজিট করুন

Leave a Comment