সাঈদ ইবনে যুবাইর রহ. এর সংক্ষিপ্ত জীবনী

সাঈদ ইবনে যুবাইর রহ. এর সংক্ষিপ্ত জীবনী

নাম : সাঈদ।

উপনাম : আবু মুহাম্মদ, আবু আব্দুল্লাহ আল-কুফী।

পিতার নাম : যুবাইর।

তিনি শীর্ষস্থানীয় তাবেয়ীদের একজন।

জন্ম : ৪৬ হিজরীতে তিনি জন্মগ্রহণ করেন।

গুণাবলী : তিনি ছিলেন সত্য প্রকাশে নির্ভীক। ফেক্কাহ শাস্ত্রে তাঁর গভীর পাণ্ডিত্ব ছিল। তাঁর তাকওয়া-পরহেযগারী ছিল প্রবাদতুল্য। তিনি ছিলেন একজন আবেদ। অন্যায়ের প্রতিবাদে ছিলেন আপোষহীন। একসময় তিনি কূফার কাযীও ছিলেন।

যাঁদের থেকে তিনি হাদীস রেওয়ায়েত করেছেন : ইবনে আব্বাস, ইবনে যুবাইর, ইবনে ওমর, আদী ইবনে হাতেম, আবু মূসা আশআরী, আবু হুরাইরা, আবু সাঈদ, আনাস রাদ্বিয়াল্লাহু আনহুম প্রমূখ সাহাবা থেকে তিনি হাদীস বর্ণনা করেছেন।

হাজ্জাজের সঙ্গে বিবাদ : হাজ্জাজের অন্যায়ের বিরুদ্ধে সাঈদ ইবনে যুবাইর প্রতিবাদী হয়ে উঠলে হাজ্জাজ তাঁর প্রতি ক্ষিপ্ত হয়ে। সাঈদ ইবনে যুবাইর তা অনুধাবন করে ইরাক ছেড়ে মক্কায় চলে যান। সেখানে খালেদ আল- কাসারী তাঁকে ধরে হাজ্জাজের নিকট প্রেরণ করে । হাজ্জাজ অত্যন্ত নির্মমভাবে তাঁকে হত্যা করে।

শাহাদাত : ৯৫ হিজরীর শাবান মাসে ৪৯ বছর বয়সে তিনি শাহাদাতবরণ করেন। ইরাকের ওয়াসেত নামক স্থানে তাঁকে সমাহিত করা হয়।

তথ্যসূত্র-

১. সিয়ার ৫/২৭৯, ২. তাহযীবুত তাহযীব ৩/৩০৬, ৩. তাহযীবুল কামাল ৪/১০০, ৪. তাযকিরা ১/৬০, ৫. আততারীখুল কাবীর ৩/৩৮০।

আবু হুরায়রা (রা.) এর জীবনী

নবীজি স. এর জীবনী

সাহাবীদের জীবনী

আমাদের ইউটিউব ইউটিব চ্যানেল

Leave a Comment