হিন্দ ইবনে আবু হালা তামিমী রা. এর সংক্ষিপ্ত জীবনী
নাম : হিন্দ।
পিতার নাম : নাব্বাশ ইবনে যুরারাহ।
মাতার নাম : উম্মুল মুমিনীন খাদীজাতুল কুবরা রাদ্বিয়াল্লাহু আনহা।
রাসুলের সাথে সম্পর্ক : তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে লালিত উম্মুল মুমিনীন হযরত খাদীজা (রা.) এর পূর্বের স্বামীর সন্তান।
গুণাবলী : তিনি অত্যন্ত পরিচ্ছন্ন এবং বিশুদ্ধভাষী ছিলেন। অনন্য সাহিত্যপূৰ্ণ এবং হৃদয়গ্রাহী ভাষায় তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের বিবরণ দিয়েছেন। হিন্দ ইবনে আবু হালার চেয়ে এবিষয়ে বেশী অবদান আর কেউ রাখতে পারেন নি।
হযরত হাসান ইবনে আলী রাদ্বিয়াল্লাহু আনহু স্বীয় মামা হিন্দের থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া মুবারকের বিবরণ সম্বলিত ঐতিহাসিক হাদীসসমূহ রেওয়ায়েত করেছেন।
মৃত্যু : জঙ্গে জামালে আলী রাদ্বিয়াল্লাহু আনহুর পক্ষে যুদ্ধে শাহাদাতবরণ
করেন।
তথ্যসূত্র-
১. উসদুল গাবা ৪/২৯৪, ২. আলইসাবা ৩/৬১১, ৩. তাহযীবুল কামাল ১০/৪৬৮, ৪. তাহযীবুত তাহযীব ৯/৮০।
উসামা ইবনে যায়েদ (রা.) এর সংক্ষিপ্ত জীবনী